ছোট পর্দার ফারিণ এবার রূপালি পর্দায়

প্রকাশিত: ১১:২৯ এএম, ০৪ জুন ২০২৫ আপডেট: ১১:২৯ এএম, ০৪ জুন ২০২৫

ঈদ মানেই ঢালিউডে নতুন সিনেমার ঝলক। রঙিন ব্যানারে পোস্টার, তারকাদের মুখরতা, আর দর্শকের আগ্রহ সব মিলিয়ে উৎসবের আমেজে সিনেমা যেন বাড়তি আনন্দের রসদ হয়ে ওঠে। ঠিক এমন এক আবহে এবারের ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘ইনসাফ’। আর এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার বিপরীতে রয়েছেন তরুণ প্রজন্মের চর্চিত মুখ শরীফুল রাজ। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে