নায়কত্ব শুধু পর্দায় নয়, স্টাইলেও অনন্য শরীফুল রাজ
তার চোখে আছে নির্লিপ্ত চাহনি, অভিনয়ে আছে পরিণত সংবেদন, আর পোশাকে? সেখানে রাজত্ব করছে নিজস্বতা। শরীফুল রাজ শুধু রুপালি পর্দার নায়ক নন, বরং ধীরে ধীরে হয়ে উঠছেন তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন। গ্ল্যামার আর গিমিকের বাইরে থেকেও কীভাবে স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়, তার জীবন্ত উদাহরণ রাজ। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
-
শরীফুল রাজের ফ্যাশন সেন্স ঠিক প্রচলিত ঢালিউড গ্ল্যামারের মতো নয়। তার পোশাকে চমক নেই, আছে চরিত্র। যেখানে অনেকে স্টাইল বলতে বোঝে ঝলমলে পোশাক বা সুগঠিত হেয়ারস্টাইল, রাজ সেখানে নিয়ে এসেছেন একরকম ‘আন্ডারস্টেটেড এলিগ্যান্স’।
-
ছাপোষা শার্ট, ন্যাচারাল টোনের ট্রাউজার কিংবা ঢিলেঢালা কুর্তা-সবকিছুতেই যেন লুকিয়ে থাকে রাজের এক ধরনের আত্মবিশ্বাসী অনাড়ম্বরতা।
-
তিনি এমন পোশাক পরেন, যেগুলো তার ব্যক্তিত্বের সঙ্গে যায়। কখনো সাদা কুর্তা, কখনো অফ-হোয়াইট বা প্যাস্টেল রঙের পাঞ্জাবি, আবার কখনো টিশার্টের উপর ক্যাজুয়াল জ্যাকেট-সবমিলিয়ে তার স্টাইল ফর্মুলা একটাই: ‘বি রিয়েল, বি রিলেভেন্ট’।
-
একজন অভিনেতা হিসেবে রাজ যেভাবে প্রতিটি চরিত্রে ভিন্ন ভিন্ন শেড ফুটিয়ে তোলেন, ঠিক তেমনিভাবে তার ফ্যাশন সেন্সও সময়, প্রেক্ষাপট আর মুডের সঙ্গে বদলায়।
-
‘পরাণ’ এর গা-ছাড়া দাপুটে যুবকের চরিত্রে যেমন তার পোশাকে ছিল রাফনেস, তেমনি ‘হাওয়া’ তে ছিল টি-শার্ট ও হাফ প্যান্টের মতো ন্যাচারাল অথচ চরিত্রনির্ভর পোশাক। রাজ যেন নিজের পোশাক দিয়ে চরিত্রের আবহও তৈরি করে ফেলেন।