ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় সাবিলা নূরের নতুন যাত্রা
ছোটপর্দা কাঁপানো মুখ, মিষ্টি হাসির রানি সাবিলা নূর। টেলিভিশনের দর্শকের কাছে এই নামটি শুধু পরিচিতই নয়, একরকম ভালোবাসার প্রতীকও বলা চলে। বিজ্ঞাপনচিত্র, নাটক কিংবা ওয়েব কনটেন্ট; যেখানেই তার উপস্থিতি, সেখানেই যেন প্রাণের ছোঁয়া। তবে এতদিন পর্যন্ত বড়পর্দার রঙিন জগতে তার দেখা মেলেনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাবিলা নূর, তাও আবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
-
সাবিলা নূরের বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে ভালোবাসতেন। পড়াশোনার পাশাপাশি নাচ, অভিনয় ও উপস্থাপনায় আগ্রহ ছিল প্রবল। যুক্ত ছিলেন নাচের চর্চায়, যা পরবর্তীতে তার পারফরম্যান্সে এক আলাদা আবেদন সৃষ্টি করেছে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছেন তিনি। মেধাবী এই তরুণী তার স্মার্টনেস, সাবলীল কথা বলার ধরন ও সৌন্দর্যের কারণে খুব অল্প সময়ে নজরে আসেন বিজ্ঞাপন নির্মাতাদের।
-
২০১৪ সালে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় অভিষেক হয় সাবিলার। এরপর থেকেই শুরু তার উজ্জ্বল যাত্রা। নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিণত হন ঘরোয়া জনপ্রিয়তায় ভরপুর এক তারকায়।
-
‘ইউ টার্ন’, ‘ভালোবাসা ১০১’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বেডরুম ৩০২’ সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
-
তার অভিনয়ে রয়েছে এক ধরনের স্বাভাবিকতা, যার ফলে চরিত্রগুলো বাস্তব জীবনের মানুষের মতোই প্রাণবন্ত হয়ে ওঠে।
-
শুধু অভিনয়েই নয়, উপস্থাপনার জগতেও সাবিলা নিজেকে প্রমাণ করেছেন। ‘মিরর গ্ল্যাম ফ্যাক্টর’, ‘সেলিব্রিটি গেম প্লে’সহ একাধিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তার সাবলীলতা ও হাস্যরসপূর্ণ উপস্থাপন অনেকের নজর কেড়েছে। প্রতিটি কাজেই তার পেশাদারিত্ব এবং আন্তরিকতা তাকে আলাদা করে চিনিয়েছে।
-
সিনেমায় পা রাখা সাবিলার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি সম্মানেরও। কারণ তার বিপরীতে আছেন সুপারস্টার শাকিব খান।
-
এই সিনেমায় সাবিলা নূর এক নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন, যা তার আগে কখনো দেখা যায়নি।