স্টাইল হোক দেশি বা বিদেশি, সব লুকেই পূজার বাজিমাত

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৭ জুন ২০২৫ আপডেট: ০৭:৫৭ এএম, ১৭ জুন ২০২৫

স্টাইল হোক দেশি বা বিদেশি, সব লুকেই বাজিমাত করছেন তরুণ প্রজন্মের হৃদয়জয়ী নায়িকা পূজা চেরী। শাড়ির আঁচলে যেমন ঝরে পড়ে তার সৌন্দর্যের ছটা, তেমনি ওয়েস্টার্ন পোশাকেও খুঁজে পাওয়া যায় আত্মবিশ্বাসী ও আধুনিক নারীর মুগ্ধতা। পূজার স্টাইল সেন্স কেবল ফ্যাশনের অনুরাগীদেরই নয়, বরং তরুণীদের মাঝেও তৈরি করছে অনুপ্রেরণার জায়গা। দেশি সাজে মুগ্ধতা আর বিদেশি সাজে মোহনীয়তা, দুয়ের মিশেলেই তিনি যেন রূপের এক নিজস্ব সংজ্ঞা তৈরি করে চলেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে