স্টাইল হোক দেশি বা বিদেশি, সব লুকেই পূজার বাজিমাত
স্টাইল হোক দেশি বা বিদেশি, সব লুকেই বাজিমাত করছেন তরুণ প্রজন্মের হৃদয়জয়ী নায়িকা পূজা চেরী। শাড়ির আঁচলে যেমন ঝরে পড়ে তার সৌন্দর্যের ছটা, তেমনি ওয়েস্টার্ন পোশাকেও খুঁজে পাওয়া যায় আত্মবিশ্বাসী ও আধুনিক নারীর মুগ্ধতা। পূজার স্টাইল সেন্স কেবল ফ্যাশনের অনুরাগীদেরই নয়, বরং তরুণীদের মাঝেও তৈরি করছে অনুপ্রেরণার জায়গা। দেশি সাজে মুগ্ধতা আর বিদেশি সাজে মোহনীয়তা, দুয়ের মিশেলেই তিনি যেন রূপের এক নিজস্ব সংজ্ঞা তৈরি করে চলেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ইনস্টাগ্রামে পূজার উপস্থিতি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
-
প্রায়ই তিনি নিজের স্টাইল স্টেটমেন্ট তুলে ধরছেন নানা রকম পোশাকে, যা তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে ফ্যাশন অনুপ্রেরণা। বিশেষ করে পশ্চিমা পোশাকে পূজার লুক যেন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো।
-
অফ-শোল্ডার টপ, কখনো ডেনিম ও জ্যাকেট, আবার কখনো বা স্টাইলিশ স্কার্টে পূজা সব সময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন।
-
পোশাক যেমনই হোক, তিনি প্রতিটি লুকেই নিজেকে সাবলীলভাবে তুলে ধরতে জানেন।
-
সিনেমার বাইরের সময়গুলোতেও পূজার স্টাইল হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু।
-
মেকআপ থেকে হেয়ারস্টাইল, ব্যাকগ্রাউন্ড থেকে ক্যামেরা অ্যাঙ্গেল-সবকিছুতেই স্পষ্ট তার সৌন্দর্যবোধ ও ফ্যাশন সেন্স।