প্যারিসের পথে পথে প্রেমের পাণ্ডুলিপি লিখছেন মেহজাবীন-রাজীব
চোখে নতুন জীবনের দীপ্তি, হাতে হাত রেখে প্রেমের শহরে হাঁটছেন মেহজাবীন ও রাজীব। বিয়ের পর এই প্রথম একান্ত সময় কাটাতে প্যারিসে পাড়ি জমিয়েছে এই তারকা দম্পতি। আইফেলের আলো ছুঁয়ে, লুভরের প্রতিচ্ছবিতে মিশে গেছে তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত। একেকটি ছবিতে ধরা পড়েছে প্রেম, বন্ধন আর রোমাঞ্চের এক অনন্য পাণ্ডুলিপি; যা লেখা হচ্ছে প্যারিসের রাজপথে, বাতাসে, আলোছায়ায়। ছবি: ফেসবুক থেকে
-
নবদম্পতির জীবনে কখনো কখনো বাস্তবটাই হয়ে ওঠেছে সিনেমার চেয়ে রোমাঞ্চকর। বিয়ের পর প্রথম বিদেশভ্রমণেই প্যারিসের রূপকথার শহরে প্রেমময় হানিমুনে মেতে উঠেছেন তারা।
-
আদনান আল রাজীবের নির্মিত শর্টফিল্ম যখন কান চলচ্চিত্র উৎসবে ‘জুরি স্পেশাল মেনশন’ অর্জন করে, তখন সেই গর্বের উৎসবে মেহজাবীনের উপস্থিতি হয়ে ওঠে পরিপূর্ণতার প্রতীক। আর এই সাফল্য উদযাপনের আদর্শ ঠিকানাই যেন হয়ে ওঠে প্যারিস।
-
আইফেল টাওয়ারের প্রান্তরে একঝলক চোখে পড়লেই থমকে যেতে হয়, মালবেরি রঙের দীর্ঘ গাউনে মোহিত করছেন মেহজাবীন।
-
গাউনের রাফল্ড টেক্সচার ও গ্যাদারিং ডিজাইন তাকে দিয়েছে একদম রাজকীয় এক উপস্থিতি। এক পাশে কাঁধ খোলা ওয়ান শোল্ডার ডিজাইন সেই সৌন্দর্যে যোগ করেছে পরিপূর্ণতা।
-
তার সঙ্গে মানানসই বনেট স্টাইলের ক্যাপে ফুটে উঠেছে ফ্লোরাল কারুকাজ। হালকা গ্ল্যাম মেকআপ আর চোখেমুখে ফুটে উঠেছে নতুন জীবনের উচ্ছ্বাস। পাশেই স্যুটে একেবারে ক্লাসিক ড্যাপার লুকে ধরা দিয়েছেন রাজীব। দুজনের এই মুহূর্তগুলো ভেসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোলাজে, ভালোবাসার এক নিঃশব্দ গল্প হয়ে।
-
এরপর দৃশ্যপটে আসে লুভর মিউজিয়াম। জাদুঘরের আইকনিক ব্যাকড্রপে সাদাকালো টপ-স্কার্টের কম্বিনেশনে ধরা দিয়েছেন মেহজাবীন।
-
কালো স্ট্র্যাপ টপের স্প্যাগেটি ডিজাইনে সাদা ওয়েভি লেস যেন তার লুকে এনেছে রেট্রো টাচ। মাথায় ফ্রেঞ্চ বেরে ক্যাপ আর হাতে কালো হ্যান্ডব্যাগ, সব মিলিয়ে ঠিক যেন কোনো ফ্যাশন ম্যাগাজিনের কাভারগার্ল।
-
চোখে ন্যাচারাল লুক, কানে ছোট স্টাড, হাতে পাতলা চেইনের ঘড়ি -এই মনোক্রোম স্টাইলেই বাজিমাত করেছেন তিনি। চুল খোলা রেখে প্যারিসের বাতাসে ঢেউ খেলিয়েছেন নিজের মতো করেই।
-
স্মৃতির অ্যালবামে বন্দী হওয়া এসব মুহূর্ত শুধু একটা ভ্রমণ নয়, বরং ভালোবাসার পঙ্ক্তিগুলোকে জীবন্ত করে তোলার মতোই কিছু। এ যেন কেবল একটি ভ্যাকেশন নয়, বরং জীবনের এক নান্দনিক অধ্যায়।