নব্বইয়ের ক্যানভাসে আঁকা নাম মৌ, আজও আলো ছড়ান তিনি
নব্বইয়ের দশকে যখন বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন জগতে পরিবর্তনের হাওয়া বইছিল, তখন এক তরুণী তার অনন্য উপস্থিতি, আত্মবিশ্বাসী চোখ এবং নীরব সৌন্দর্য দিয়ে মন জয় করে নিয়েছিলেন পুরো জাতির। র্যাম্প হোক বা ক্যামেরার সামনে, তিনি যেন নিজেই এক চলমান শিল্পকর্ম। তিনি সাদিয়া ইসলাম মৌ। যার নামই যেন রুচি, সৌন্দর্য আর শৈলীর প্রতীক। আজও সেই দীপ্তি ম্লান হয়নি। সময় গড়িয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু মৌ যেন থেকে গেছেন চিরসবুজ এক অনুপ্রেরণা হয়ে। জন্মদিনে দেখুন তার সেই নান্দনিক যাত্রা, যেখানে মডেলিং ছিল রঙ, অভিনয় ছিল ক্যানভাস-আর মৌ ছিলেন সেই নিঃশব্দ কিন্তু অবিচল শিল্পী। ছবি: ফেসবুক থেকে
-
১৯৭৬ সালের এই দিনে ঢাকায় তার জন্ম। মৌ এর মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিং-এর পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী।
-
মাত্র সাড়ে তিন বছর বয়সে মৌ যখন স্কুলে ভর্তি হলেন, তখনই তাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তার মা।
-
মৌ একাধারে মেধাবী, মার্জিত ও শৈল্পিক প্রবণতার অধিকারী এই নারী ছোটবেলা থেকেই ছিলেন আত্মবিশ্বাসী এবং ব্যক্তিত্বময়।
-
বাংলাদেশে মডেলিংকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি এনে দিতে যারা মুখ্য ভূমিকা রেখেছেন, মৌ তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম।
-
১৯৮৯ সালে মাত্র ১৩ বছর বয়সে একটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে তার পথচলা শুরু। নব্বইয়ের দশকের শুরুর দিকেই তিনি হয়ে উঠেন বাংলাদেশি ফ্যাশন দুনিয়ার ‘ফেস অব দ্য ইরা’।
-
র্যাম্পে তার হাঁটা এতটাই সাবলীল ও আত্মবিশ্বাসে ভরা যে, অনেকেই বলেন ‘বাংলাদেশে সত্যিকার অর্থে র্যাম্প মডেলিং শুরু হয়েছে মৌয়ের মাধ্যমেই।
-
তিনি কাজ করেছেন দেশের সেরা সব ফ্যাশন ডিজাইনার ও ফটোগ্রাফারদের সঙ্গে। বিজ্ঞাপন, কাটওয়ার্ক, ফ্যাশন শো-সব জায়গায় মৌ মানেই ছিল নিখুঁত সৌন্দর্য ও শৈলীর ছাপ।
-
শুধু মডেলিংয়ে নয়, টিভি নাটকেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন মৌ। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘অচেনা আলো’, ‘জোনাকির আলো’, ‘চাঁদের আলো’ সহ বহু নাটক রয়েছে যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। নরম ও আবেগঘন চরিত্রগুলোতে মৌ ছিলেন অনবদ্য।
-
মৌ এর ব্যক্তিজীবনও অনেকটা রূপকথার মতো। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তাদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
-
পেশাগত সাফল্যের পাশাপাশি মৌ সংসারজীবনেও সফল, পরিপূর্ণ ও প্রশংসনীয়। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ, দায়িত্ববান ও পরিবারকেন্দ্রিক একজন মানুষ।
-
জাহিদ হাসান ও মৌ দম্পতি বাংলাদেশের বিনোদন জগতে এক আদর্শ জুটি হিসেবে পরিচিত।
-
বর্তমানে মৌকে তুলনামূলকভাবে মিডিয়াতে কম দেখা গেলেও, বিশেষ অনুষ্ঠান বা কাজের ক্ষেত্রে তার উপস্থিতি আজও ভক্তদের কাছে বিশেষ কিছু। কখনো জুরি, কখনো ক্যাম্পেইনে, আবার কখনো বিশেষ অতিথি হিসেবে মৌ আজও নিজের মতো করে আলো ছড়িয়ে চলেছেন।
-
বর্তমানে মৌকে তুলনামূলকভাবে মিডিয়াতে কম দেখা গেলেও, বিশেষ অনুষ্ঠান বা কাজের ক্ষেত্রে তার উপস্থিতি আজও ভক্তদের কাছে বিশেষ কিছু। কখনো জুরি, কখনো ক্যাম্পেইনে, আবার কখনো বিশেষ অতিথি হিসেবে মৌ আজও নিজের মতো করে আলো ছড়িয়ে চলেছেন।