‘উৎসব’ এর প্রচারণায় অনবদ্য লুকে নজর কাড়লেন সাদিয়া
ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে রুপালি পর্দা, সবখানেই এখন চর্চার নাম সাদিয়া আয়মান। অভিনয়ে যেমন দক্ষ, ফ্যাশনেও তেমনি সাবলীল। ঈদুল আজহার শুভক্ষণে মুক্তিপ্রাপ্ত তার নতুন চলচ্চিত্র ‘উৎসব’ এরই মধ্যে দর্শকপ্রিয়তার আলোয় ভাসছে। আর এই সিনেমার প্রচারণায় তিনি যেভাবে ধরা দিয়েছেন, তাতে মুগ্ধ ভক্তকুল। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সম্প্রতি সাদিয়া সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে তাকে একেবারে শুভ্রতায় মোড়া এক এথনিক রূপে।
-
পুরোপুরি সাদা ফ্লোরাল প্রিন্টের ফুলস্লিভ আনারকলি পোশাক, যার প্রতিটি ছাঁটজুড়ে লেইসের পরিমিত ব্যবহার-সবকিছুতেই ছিমছাম সৌন্দর্য। সঙ্গে মিলিয়ে পরেছেন ফ্লোরাল ওড়না, যা তার লুককে দিয়েছে আরও পরিপূর্ণতা।
-
অতিরিক্ত গয়নার জাঁকজমককে দূরে রেখে সাদিয়া সাজে এনেছেন সাবলীল সৌন্দর্য। পরেছেন শুধু স্টেটমেন্ট কুন্দনের দুল আর হাতে একটিমাত্র স্টোন সেট আংটি। পুরো সাজেই যেন একধরনের কোমলতা ও পরিশীলিত রুচির প্রকাশ।
-
মেকআপেও ছিল সেই একই পরিমিত ছোঁয়া। ‘সিগনেচার লুক বাই সামিয়া’র ছোঁয়ায় সাদিয়া হয়েছেন সফট গ্ল্যাম লুকে অনন্যা। চোখে হালকা শেড, ঠোঁটে ন্যুড টোন আর গালে ফিনফিনে ব্লাশ-সব মিলে এক নিখুঁত পরিপাটি উপস্থিতি।
-
পায়ে পরা সিলভার হিল এবং হাতে ধরা কালো ক্লাচ যেন পুরো লুকের নিখুঁত সমাপ্তি।
-
চুল খোলা, হালকা ওয়েভে সেট করা প্রাকৃতিক সৌন্দর্যকেই যেন তুলে ধরেছেন তিনি।
-
এই গরমের দিনে পার্টি বা উৎসব আয়োজনের জন্য যারা আরামদায়ক কিন্তু স্টাইলিশ কিছু খুঁজছেন, সাদিয়ার এই লুক হতে পারে আদর্শ অনুপ্রেরণা।
-
সাদামাটা রঙেও যে রুচিশীলতা ফুটিয়ে তোলা যায় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ‘উৎসব’ এর নায়িকা।