বর্ষার বুনো সৌন্দর্যে শাড়ির সাজে উজ্জ্বল অথৈ
বৃষ্টি মানেই ভেজা অনুভব, ছুঁয়ে যাওয়া এক রোমান্টিকতা। আর সেই বর্ষায় দেখা মেলেছে অভিনেত্রী সামিয়া অথৈয়ের শাড়ির মুগ্ধতা। সম্প্রতি বৃষ্টিভেজা রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী; যেখানে প্রকৃতি ও নারীত্ব এক সুরে মিশে গেছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
নাটক, স্বল্পদৈর্ঘ্য কিংবা টিভি সিরিজে অথৈ এর উপস্থিতি সবসময়ই চোখে পড়ে। পরিচিত এই মুখশ্রী মায়ার এক আলাদা ভাষা জানে।
-
অভিনয়ের পাশাপাশি তার স্টাইল সেন্সও অনুরাগীদের কাছে প্রশংসিত। তবে শাড়িতে যেন একটু বেশি স্নিগ্ধ, একটু বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন অথৈ।
-
এই বর্ষায় জলছোঁয়া আবেশে মোড়ানো একগুচ্ছ ছবিতে তিনি মেলে ধরেছেন নিজেকে। ছবিগুলোর আবহে রয়েছে বর্ষার কাব্য, সৌন্দর্য আর একরাশ ক্লাসিক আবেদন। যেন এক জলছবির মতো প্রতিটি ফ্রেম।
-
সবুজ-নীলের মিশেলে তৈরি সমুদ্র-সবুজ রঙের সিল্ক কাতান শাড়ি, যার পাড়জুড়ে ঝলমলে রূপালি জরির কারুকাজ। আঁচল ও বুটিতে ছড়ানো রুচিশীলতা তার লুকটিকে করেছে আরও অনবদ্য।
-
শাড়ির সঙ্গে শর্ষে-হলুদের ব্লাউজের রঙ-সংযোজনে এসেছে একটি জীবন্ত ছোঁয়া, যা মেঘলা দিনের বিপরীতে দিয়েছে এক চমকপ্রদ কনট্রাস্ট।
-
মেকআপে নেই কোনো অতিরিক্ততা, রয়েছে ওয়াটারপ্রুফ ম্যাট ফিনিশ, যা বর্ষার আবহাওয়ায়ও বজায় রেখেছে রুচিশীলতার ভারসাম্য। খোলা চুলের সঙ্গে আইলাইনার ও কাজলঘেরা চোখ এবং ন্যুড ম্যাট লিপস্টিকে ধরা দিয়েছে এক পরিপূর্ণ সৌন্দর্যচিত্র।
-
এই লুকের অন্যতম আকর্ষণ সমুদ্র-সবুজ পাথরের লহরার মতো সাজানো চোকার ও মিলিয়ে নেওয়া দুল। এই গয়নাগুলো যেমন রঙে উজ্জ্বল, তেমনই ফ্যাশনে রুচিশীল। যেন বর্ষার আবেশে জেগে ওঠা এক নারীর দীপ্ত আত্মপ্রকাশ।
-
অথৈয়ের এই শাড়ির সাজ শুধু ফ্যাশনের প্রদর্শন নয়, বরং এক শিল্পিত বার্তা নরম আবেগ, নিঃশব্দ সৌন্দর্য আর নারীর আত্মবিশ্বাসের বৃষ্টিস্নাত প্রতিচ্ছবি।
-
এই ভরা বর্ষায়, তার এই বৃষ্টিবিলাসী রূপ সত্যিই দেখে চোখ জুড়ায়, মন ভরে যায়।