কনার জীবনে ‘দুষ্টু কোকিল’ এর ছায়া, বিয়ের ৬ বছর পর ভাঙন
গানের মঞ্চে যিনি কণ্ঠে ছড়িয়ে দেন সুরের জাদু, সেই দিলশাদ নাহার কনার ব্যক্তিগত জীবনে এখন বিষাদের সুর। জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ এর মাধ্যমে যে কনা একসময় দর্শক-শ্রোতার হৃদয়ে ঝড় তুলেছিলেন, সেই গানের নামেই যেন আজ ঘুরে ফিরে আসছে তার জীবনের বাস্তবতা। গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে দীর্ঘ সাত বছরের প্রেম আর ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবে শুধু বিচ্ছেদ নয়, গুঞ্জন উঠেছে কোনো ‘দুষ্টু কোকিল’-এর উদাসী ডাকেই কি ভাঙল এই সম্পর্কের বন্ধন? শিল্পীর জীবনের এই মোড় ভক্ত-অনুরাগীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন আর কৌতূহল। ছবি: ফেসবুক থেকে
-
কনার ব্যক্তিগত জীবনে এমন একটি অধ্যায়ের ইতি টানার খবর ভক্তদের জন্য এসেছে মন খারাপের বার্তা হয়ে। কারণ, সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেন না কনা। নিজের সংসার জীবনও বরাবরই রাখতেন আড়ালে। বিয়ের খবরটিও তিনি জানিয়েছিলেন বিয়ের বহুদিন পর, যখন সময়টা মনে করেছিলেন উপযুক্ত।
-
তবে এবারের বিচ্ছেদের খবর সামনে এসেছে সরাসরি কনার মুখ থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন কনা নিজেই।
-
স্ট্যাটাসে লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব।
-
তিনি আরও লিখেছেন, জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।
-
এতদিন ধরে নিজেদের মধ্যে সমস্যা চললেও কেউ তা প্রকাশ করেননি। একে অন্যকে সম্মান জানিয়ে, শান্তিপূর্ণভাবেই সম্পর্কের ইতি টেনেছেন বলে ইঙ্গিত পাওয়া যায়। তবে এই সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা রয়েছে কি না সেই নিয়ে নানা আলোচনা, গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গোপন মহলে।
-
গুঞ্জনের কেন্দ্রে বারবার ঘুরে আসছে সেই গানের নাম ‘দুষ্টু কোকিল’। কেউ কেউ বলছেন, কনার জীবনে নাকি বাস্তবেও এমন একজন ‘দুষ্টু কোকিল’ প্রবেশ করেছেন, যার প্রভাবে সংসারে দেখা দেয় দূরত্ব। যদিও এ বিষয়ে শিল্পীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
-
কনার এই বিচ্ছেদের বিষয়টি আবারও প্রমাণ করে, আলো ঝলমলে মঞ্চের পেছনে কতটা নিঃসঙ্গতা ও কঠিন বাস্তবতা লুকিয়ে থাকতে পারে একজন শিল্পীর জীবনে। গানের মানুষদের জীবন অনেক সময় তাদের গানের মতোই রঙিন মনে হলেও বাস্তবতা অনেক ভিন্ন।