ভেনিসের জলপথে রঙ ছড়ালেন মেহজাবীন
ইতালির অপার সৌন্দর্যের শহর ভেনিস। সেখানকার সরু জলপথ, শত বছরের পুরনো সেতু, এবং ঐতিহ্যবাহী কাঠের নৌকা সব মিলিয়ে এক জাদুকরী অভিজ্ঞতা। এমন এক অভিজাত পরিবেশে এবার ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে তার উপস্থিতি রীতিমতো চমকে দিচ্ছে ভক্তদের।
-
শেয়ার করা ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘গন্ডোলা রাইডস–থেরাপি’।
-
ঘুরে বেড়ানোকে অনেকেই এক ধরনের প্রশান্তির থেরাপি বলে মনে করেন। অভিনেত্রীও সেটাই বেছে নিয়েছেন।
-
জেফ বেজোস ও কিম কার্ডাশিয়ানের মতো আন্তর্জাতিক তারকারা যেখানে আলোচনায়, সেখানে ভেনিসের গন্ডোলায় চড়ে নিজেদের গল্প লিখছেন মেহজাবীনও।
-
শহরের ঐতিহ্যবাহী গন্ডোলায় চেপে তিনি যেন ছুঁয়ে দেখেছেন ভেনিসের আত্মা।
-
চারপাশের স্থাপত্যের ছায়া, শান্ত জলের শব্দ, আর গন্ডোলিয়ারদের কণ্ঠে ভেসে আসা মধুর সুর-সবকিছুতেই ছিল স্বপ্নের আবেশ।
-
তবে শুধু শহরের সৌন্দর্য নয়, নজর কেড়েছে মেহজাবীনের স্টাইলও।
-
লাল ওয়ান শোল্ডার গাউনে তিনি যেন নিজেই এক ভাসমান সৌন্দর্য।
-
পোশাকজুড়ে রুসড ও গ্যাদার্ড স্টাইলের কারুকাজ, শোল্ডারে রোমান্টিক লাল ফুলের ছোঁয়া-সব মিলিয়ে এক নিখুঁত রোমান্টিক লুক।
-
তার হেয়ারস্টাইলেও ছিল অভিনবত্ব। স্টাইলিশ আপডুতে সাজানো চুলে খুঁজে পাওয়া গেছে রঙ মেলানো লাল ফুলের স্নিগ্ধতা।
-
ঠোঁটে ছিল ক্লাসিক লাল লিপস্টিক। কানে পরা লাল পাথরের স্টাড ও হাতে একমাত্র আংটি-মিনিমালিস্ট জুয়েলারিতে ছিল শুদ্ধতার ছাপ।
-
অভিনেত্রী পায়ের জন্য কখনো বেছে নিয়েছেন স্ট্র্যাপি হিল, কখনো আবার খালি পায়ে হেঁটেছেন পছন্দের শহরের অলিগলি।
-
এই ভ্রমণ ছিল যেন তার ব্যক্তিগত রোমান্সের গল্প, যেখানে ভেনিসের প্রতিটি দৃশ্য, প্রতিটি বাতাসে ছিল অনুভবের ছোঁয়া।
-
ছবিগুলো দেখলেই বোঝা যায় এই শহরকে তিনি শুধু দেখেননি, অনুভব করেছেন হৃদয়ের গহিনে।