শুভ জন্মদিন তমালিকা
মডেল ও অভিনেত্রী তমালিকা কর্মকারের জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে তার জন্ম। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
মাত্র তিন বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তমালিকা। ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক ‘পাথর’র মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু।
-
এরপর আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, রাঢ়াঙ, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান।
-
তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’র মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করে ১৯৯৬ সালে ‘এই ঘর এই সংসার’ ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে।
-
১৯৯৬ সালে তিনি লেখক হুমায়ূন আহমেদের অত্যন্ত জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’তে অভিনয় করেছেন এবং এর মাধ্যমেই তিনি সবচেয়ে আলোচিত হন। এ ছাড়া ‘নাট্যযুদ্ধ’ নামের একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে অংশগ্রহণ করেন তিনি। সিওল, দক্ষিণ কোরিয়াতে আন্তর্জাতিক ‘থিয়েটার ফেস্টিভাল’ অনুষ্ঠানে অংশ নেন।
-
তার বিশেষ কিছু কাজের মধ্যে ২০০০ সালে ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে বেদের মেয়ে ডালিমন চরিত্র এবং ২০১২ সালের ‘ঘেটুপুত্র কমলা’য় কমলার মা চরিত্র অন্যতম।
-
২০০৯ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকারের ‘শিল্পকলা একাডেমী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে যান। ২০১৩ সালে, তিনি ‘এনওয়াইএস এসেম্বলি’ স্বীকৃতি লাভ করেন।
-
২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।