পর্দার পেছনের নিরব, জন্মদিনে ফিরে দেখুন ভিন্ন এক মানুষকে

প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০২ জুলাই ২০২৫ আপডেট: ০৩:১৪ পিএম, ০২ জুলাই ২০২৫

ঢাকাই বিনোদন অঙ্গনে নিরব হোসেনের নামটি উচ্চারিত হলে অনেকেই চোখের সামনে ভেসে ওঠে এক নিঃশব্দ কিন্তু দৃঢ়চেতা অভিনেতার মুখ। যিনি কখনও রোমান্টিক প্রেমিক, কখনও নিষ্পাপ যুবক আবার কখনও নিঃস্বার্থ চরিত্রে মন ছুঁয়েছেন। কিন্তু ক্যামেরার ঝলকানির আড়ালে, লাইট-সাউন্ড-অ্যাকশন এর শোরগোলের বাইরে দাঁড়িয়ে এক অন্য নিরব, যিনি হয়তো বেশি করে অনুভব করেন, কিন্তু কম বলেন। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক সেই ‘অন্য নিরব’কে, যিনি হয়তো আপনার চোখে ধরা পড়েনি। ছবি: অভিনেতার ফেসবুক থেকে