স্টাইল ও স্মার্টনেসে নজরকাড়া নাদিয়া

প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৬ জুলাই ২০২৫ আপডেট: ১১:৪৩ এএম, ০৬ জুলাই ২০২৫

টিভি পর্দায় যেমন, তেমনি বাস্তব জীবনেও তিনি দারুণ আত্মবিশ্বাসী, স্টাইলিশ ও স্মার্ট; বলছি সালহা খানম নাদিয়ার কথা। কখনো শাড়িতে অনুপম, কখনো আবার ওয়েস্টার্ন পোশাকে ঝলমলে। প্রতিটি লুকে তিনি দেখিয়েছেন স্টাইলের ভিন্নধর্মী সৌন্দর্য। ক্যামেরার সামনে কিংবা সোশ্যাল মিডিয়ায়, সবখানেই তার উপস্থিতি যেন চোখে লেগে থাকার মতো। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে