স্টাইল ও স্মার্টনেসে নজরকাড়া নাদিয়া
টিভি পর্দায় যেমন, তেমনি বাস্তব জীবনেও তিনি দারুণ আত্মবিশ্বাসী, স্টাইলিশ ও স্মার্ট; বলছি সালহা খানম নাদিয়ার কথা। কখনো শাড়িতে অনুপম, কখনো আবার ওয়েস্টার্ন পোশাকে ঝলমলে। প্রতিটি লুকে তিনি দেখিয়েছেন স্টাইলের ভিন্নধর্মী সৌন্দর্য। ক্যামেরার সামনে কিংবা সোশ্যাল মিডিয়ায়, সবখানেই তার উপস্থিতি যেন চোখে লেগে থাকার মতো। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
গ্ল্যামার দুনিয়ায় তার যাত্রা শুরু মডেলিং দিয়ে। পর্দায় প্রথম দেখা মিলেছিল বিজ্ঞাপনে, যেখানে তার প্রাণবন্ত উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। এরপরই শুরু হয় নাটকে অভিনয়। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে।
-
প্রেম, বিরহ, সংসার কিংবা মানসিক দ্বন্দ্ব; প্রতিটি চরিত্রেই তার অভিনয়ে থাকে আন্তরিকতা ও বাস্তবতার ছোঁয়া।
-
নাদিয়ার সৌন্দর্য যেমন নান্দনিক, তেমনি তার ফ্যাশন সেন্সও সমান প্রশংসনীয়। শাড়ি থেকে ওয়েস্টার্ন, সব লুকেই থাকে আলাদা এক স্টাইল স্টেটমেন্ট।
-
ফটোশুট কিংবা অনুষ্ঠানে, ক্যামেরার সামনে তার আত্মবিশ্বাসী ভঙ্গিমা যেন বলে দেয় সে জানে নিজের অবস্থান।
-
ব্যক্তিজীবনেও নাদিয়া বরাবরই পরিমিত। সোশ্যাল মিডিয়ায় তিনি খুব বেশি সরব না হলেও মাঝে মাঝে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন কিছু বিশেষ মুহূর্ত। পরিবার, বন্ধুবান্ধব আর কাজ-এই তিনের মাঝে তিনি খুঁজে পান জীবনের স্বার্থকতা।