ছবিতে দেখুন জয়ার স্বপ্নের ঠিকানা
অভিনেত্রী জয়া আহসান শুধুই অভিনয়ে নন, নিজের বাগান নিয়েও ভীষণ সিরিয়াস। তার নিঃশব্দ এক আনন্দের জগৎ সেই ছোট্ট সবুজ বাগান, যেখানে তিনি সময় পেলেই মাটি খুঁড়েন, গাছ লাগান আর গাছের সঙ্গে সময় কাটান। ছবি: জয়ার ফেসবুক থেকে
-
সম্প্রতি নিজের প্রিয় বাগানের কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের লক্ষ্য; আমাদের ছোট খামারে সুখী চাষাবাদ।
-
এই ছোট্ট বাগানেই তিনি খুঁজে পান জীবনের আসল সুখ ও শান্তি। তার মতে, নিজের হাতে ফলানো ফল, সবজি কিংবা ফুলের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।
-
পেঁপের বাম্পার ফলন হয়েছে জয়ার বাগানে। দেখেই বোঝা যায় যত্নে কোনো ঘাটতি রাখেননি তিনি।
-
জয়ার বাগানের গাছে ঝুলছে রসালো কাঠলিচু।
-
কলার গাছে ঝুলছে মোচা, আর কিছুদিন পরেই পাকা কলায় ভরে যাবে গাছ।
-
ফুলপ্রেমী জয়ার বাগানে হলুদ পদ্মের মায়া, যা সহজে দেখা মেলে না শহুরে পরিবেশে।
-
সেই সঙ্গে গোলাপি পদ্মও ফুটেছে, এনে দিয়েছে এক অন্যরকম নান্দনিকতা।
-
বাগানের এক কোণে নিজের মতো বেড়ে উঠছে ফার্ন আর রেইন লিলি।
-
তারকাখ্যাতি থাকলেও, জয়ার জীবনযাপন ও মাটির সঙ্গে আত্মিক সংযোগ অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
-
তার এই বাগান যেন শুধু একটি জায়গা নয়; এ এক ভালোবাসা, ধ্যান ও শান্তির ঠিকানা।