মিনি ড্রেসে মোহময় ভাবনা, স্টাইলের ঝলক ছড়ালেন আবার
নিশ্ছিদ্র আত্মবিশ্বাসে ভর করে আশনা হাবিব ভাবনা আবারও নজর কাড়লেন নতুন এক রূপে। সদ্য প্রকাশিত ফটোশুটে তাকে দেখা গেল কালো রঙের এক ঝলমলে মিনি ড্রেসে, যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ভাবনার ফেসবুক থেকে
-
ভিন্নধর্মী ও সাহসী স্টাইলের জন্য পরিচিত ভাবনা বরাবরই প্রচলিত ধারা থেকে নিজেকে আলাদা রাখেন। কখনো শাড়িতে সাবলীল, আবার কখনো পাশ্চাত্য ফ্যাশনে আধুনিক-সব রূপেই তিনি সাবলীল। এবার তিনি বেছে নিয়েছেন ওয়ান শোল্ডার নেকলাইনযুক্ত কালো মিনি ড্রেস, যার কাট আর ফিনিশিং তার স্টাইল সেন্সকে আরও উচ্চতায় নিয়ে গেছে।
-
চুল ছিল ছেড়ে রাখা, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। মেকআপে ছিল না বাড়াবাড়ি; বরং তার স্বাভাবিক সৌন্দর্যকে সামনে আনতেই জোর ছিল গোলাপি টোনে-হালকা ব্লাশ আর ঠোঁটে হালকা লিপ কালার, যা পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।
-
স্টাইলকে আরও একধাপ এগিয়ে নিতে এই লুকে যুক্ত হয়েছে মার্কিন বিলাসবহুল ব্র্যান্ড মাইকেল কর্সের দুল। ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্টে ভাবনার ব্র্যান্ডপ্রেম বরাবরই দৃশ্যমান, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
-
চেহারার আভা, স্টাইলের স্বাতন্ত্র্য আর পছন্দের সূক্ষ্মতা মিলিয়ে তার এই ওয়েস্টার্ন লুকটি প্রশংসিত হয়েছে ভক্ত থেকে শুরু করে ফ্যাশন বোদ্ধাদের কাছেও।
-
সন্দেহে, ভাবনা আবারও প্রমাণ করলেন যে, ফ্যাশন শুধু পোশাক নয় এটা নিজেকে প্রকাশ করার এক শক্তিশালী ভাষা।