কফি, নো সুগার! স্টাইলের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন পারসা ইভানা
চুমুক দিচ্ছেন কফিতে আর ক্যামেরায় ধরা পড়ছে তার অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। ‘কফি, নো সুগার’ এই ক্যাপশনেই নিজের গাঢ় কফিরঙা লুকের কিছু ছবি শেয়ার করেছেন পারসা ইভানা। নাচের মঞ্চ থেকে ছোটপর্দা সেই পরিচিত মুখ এখন মার্কিন মুলুকে ছুটি কাটাচ্ছেন স্টাইল ও স্বাচ্ছন্দ্যের মিশেলে। ভিন্নধর্মী পোশাক, ব্র্যান্ডের অনুষঙ্গ আর অনবদ্য উপস্থিতিতে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবি: ইভানার ইনস্টাগ্রাম থেকে
-
‘কফি, নো সুগার’ এমন সংক্ষিপ্ত অথচ মনকাড়া ক্যাপশনে নিজের কফিরঙা আবেদনময় কিছু ছবি শেয়ার করেছেন ইভানা।
-
দীর্ঘ স্কার্ট আর স্লিভলেস ভেস্ট টপ, গাঢ় কফিরঙের এই আউটফিটে অনন্য লাগছে তাকে।
-
দারুণ এই ড্রেসের সঙ্গে ছিল কেট স্পেইডের ক্লাসিক ব্যাগ। চোখে ঝকঝকে সানগ্লাস, কবজিতে ভারসাচ্চের ঘড়ি।
-
ফ্যাশন সচেতনদের নজর কাড়তে তার এই সাজ যথেষ্ট ছিল খোলা চুল, ন্যুড লিপস্টিক, হালকা মেকআপ, হাতে নাজুক আংটি আর গলায় ছোট্ট নেকপিস যেন পুরো লুকের ছন্দ বজায় রেখেছে।
-
নাচের মঞ্চ থেকে ক্যামেরার সামনে পারসা এখন পরিণত এক স্টাইল আইকন। মার্কিন কফি-বিলাসে তার এই কফি লুক নতুন আলোচনায়।