কফি, নো সুগার! স্টাইলের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন পারসা ইভানা

প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২১ জুলাই ২০২৫ আপডেট: ০৭:৫৯ এএম, ২১ জুলাই ২০২৫

চুমুক দিচ্ছেন কফিতে আর ক্যামেরায় ধরা পড়ছে তার অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। ‘কফি, নো সুগার’ এই ক্যাপশনেই নিজের গাঢ় কফিরঙা লুকের কিছু ছবি শেয়ার করেছেন পারসা ইভানা। নাচের মঞ্চ থেকে ছোটপর্দা সেই পরিচিত মুখ এখন মার্কিন মুলুকে ছুটি কাটাচ্ছেন স্টাইল ও স্বাচ্ছন্দ্যের মিশেলে। ভিন্নধর্মী পোশাক, ব্র্যান্ডের অনুষঙ্গ আর অনবদ্য উপস্থিতিতে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবি: ইভানার ইনস্টাগ্রাম থেকে