তিতাস থেকে বহ্নিশিখা, ববিতার রঙিন ক্যারিয়ারের গল্প

প্রকাশিত: ১০:১০ এএম, ৩০ জুলাই ২০২৫ আপডেট: ১০:১০ এএম, ৩০ জুলাই ২০২৫

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম চিরকাল জ্বলজ্বল করবে, যাদের অবদান শুধু রূপালি পর্দায় সীমাবদ্ধ নয়, যারা হয়ে উঠেছেন সময়ের সাক্ষী, সংস্কৃতির প্রতিনিধি। তেমনই একজন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তিতাস একটি নদীর নাম–এ ‘গৌরী’ চরিত্রে তার আবির্ভাব ছিল বিশ্বদরবারে বাংলা সিনেমার এক গৌরবময় মুহূর্ত। আর সেখান থেকে বহ্নিশিখা, নটী বিনোদিনী, রূপালি সৈকত, অশনি সংকেত হয়ে ববিতা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অসাধারণ অভিনয়শিল্পী হিসেবে। তার রঙিন ক্যারিয়ারের প্রতিটি বাঁকে ছিল সাহস, সংবেদনশীলতা আর শিল্পের প্রতি অবিচল নিষ্ঠা। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক সেই দীর্ঘ, গৌরবময় পথচলার গল্প-যেখানে প্রতিটি চরিত্রেই তিনি রেখে গেছেন এক অনন্য ছাপ। ছবি: সোশ্যাল মিডিয়া