জন্মদিনে ফিরে দেখা: সিনেমার পর্দায় অরুণা বিশ্বাসের রঙিন যাত্রা

প্রকাশিত: ১১:০৭ এএম, ০১ আগস্ট ২০২৫ আপডেট: ১১:০৭ এএম, ০১ আগস্ট ২০২৫

রূপালি পর্দায় তার প্রথম উপস্থিতি যেন এক অনুচ্চারিত প্রতিজ্ঞা নিজেকে প্রমাণ করার, নিজের স্বাতন্ত্র্য গড়ে তোলার। আর আজ চলচ্চিত্রপ্রেমীদের চোখে অরুণা বিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক প্রজন্মের আবেগ, সময়ের সাক্ষী। ১৯৬৭ সালের এই দিনে ঢাকা (বর্তমান মানিকগঞ্জ জেলা) এর এক সাংস্কৃতিক পরিবারে তার জন্ম। অরুণা বিশ্বাসের রক্তেই ছিল অভিনয়ের ধারা। মা তুলিকা বিশ্বাস নিজেও ছিলেন মঞ্চ ও টিভির পরিচিত মুখ। সেই পারিবারিক উত্তরাধিকারই তাকে টেনে এনেছিল অভিনয়ের ভুবনে। তবে শুধুই উত্তরাধিকার নয়, তার নিজস্ব প্রতিভা ও নিরন্তর পরিশ্রমই তাকে দিয়েছে দীর্ঘ পথচলার প্রেরণা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে