সিনেমায় খরা, ইনস্টায় ববির রূপবৃষ্টি
ঢাকাই সিনেমার পর্দায় বহুদিন ধরে অনুপস্থিত ইয়ামিন হক ববি। নতুন কোনো ছবির খবর নেই, শুটিং স্পটেও দেখা মিলছে না এই গ্ল্যামারাস নায়িকার। তবে ক্যামেরা থেকে দূরে থাকলেও আলোচনায় রয়েছেন ববি। কারণ ইনস্টাগ্রামে একের পর এক রূপবতী ছবি দিয়ে যেন আগুন লাগিয়ে দিচ্ছেন তিনি! বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করা এই অভিনেত্রীর সৈকতের ধারে তোলা লাস্যময় ছবিগুলো নিয়ে সরগরম ভক্তদের ফিড। পর্দায় না থেকেও কিভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় তা ভালোভাবেই জানেন এই নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
হাতে কোনো সিনেমার কাজ না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। নিয়মিতই ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করেন নিজের নতুন নতুন সব ছবি।
-
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ববি। আর সেখানের সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি।
-
দীর্ঘ ক্যারিয়ারের ঢালিউডে নিজের জায়গা পোক্ত করতে না পারলেও থেমে যাননি এই লাস্যময়ী নায়িকা।
-
অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও বেশ আলোচনায় থাকেন এই অভিনেত্রী। প্রায় সময়ই সামাজিকমাধ্যমে ভক্তরা জানতে চান তার ফিটনেসের রহস্য।
-
সবশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে।