কষ্টের মাঝে জীবনের সুর বাজানো মানুষটির জন্মদিন আজ
আজকের দিনটি শুধুই একটি সাধারণ জন্মদিন নয়। এটি একটি যাত্রার উদযাপন; একটি যাত্রা যা কষ্ট, সংগ্রাম এবং অগণিত আবেগের মধ্য দিয়ে গড়া। সেই মানুষটি যিনি কষ্টকে সঙ্গী করে জীবনের প্রতিটি মুহূর্তকে সুরে ভরিয়ে দিয়েছেন, আজ তার জন্মদিন। বলছি আইয়ুব বাচ্চুর কথা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
আইয়ুব বাচ্চু এমন একটি নাম যা শুধু বাংলাদেশের নয়, সারা সাউথ এশিয়ার সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গভীর ছাপ রেখেছে। তার গান কেবল সুরের নয়, এটি মানুষের অনুভূতি, জীবনের বাস্তবতা এবং ব্যথার অঙ্গীকারের গল্প বয়ে আনে।
-
কিছু মানুষ জন্মানোর পরই দৃষ্টি আকর্ষণ করে, আবার কেউ কেউ সময়ের সাথে সাথেই মনে জায়গা করে নেয়। আইয়ুব বাচ্চু সেই ধরণের মানুষ।
-
তিনি আমাদের শিখিয়েছেন যে, কষ্টকে চিরস্থায়ী দুশ্চিন্তা মনে না করে, তাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা যায়। ব্যথা থেকে সৃষ্টি হয় গান, গান থেকে সৃষ্টি হয় সংবেদন।
-
আজ আমরা শুধুমাত্র তার জন্মদিন উদযাপন করছি না, আমরা উদযাপন করছি তার সৃষ্টিশীলতা, তার সাহস এবং তার জীবনের প্রতি অটুট ভালবাসা। যে মানুষটি কষ্টকে সঙ্গী করে সুরের রাজ্যে রাজত্ব করেছে, তার জীবন আমাদেরকে মনে করিয়ে দেয়; যখন আমরা আমাদের নিজের ব্যথার সাথে লড়াই করি, তখনও আমাদের ভেতরে অমোঘ সুর বাজছে।
-
২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই গুণী শিল্পী। আইয়ুব বাচ্চু নেই, তবে আছে তার রেখে যাওয়া স্মৃতি।