অভিনয়ে নীরব বিপ্লবের নাম ঈশিতা

প্রকাশিত: ১০:৪৭ এএম, ২২ আগস্ট ২০২৫ আপডেট: ১০:৪৭ এএম, ২২ আগস্ট ২০২৫

বাংলাদেশের অভিনয়জগৎ অনেক আলো, অনেক কোলাহলের মাঝেও কিছু শিল্পী আছেন যারা আলোতে নিজেকে রাখেন না, বরং নিজেকে উজাড় করে আলো ছড়ান অন্যদের জন্য। রুমানা রশিদ ঈশিতা তাদেরই একজন। তিনি যেন শিল্পের পরিধিতে এক নীরব বিপ্লব, যিনি অভিনয়কে দেখেছেন সাধনার মতো আর সৃজনশীলতাকে বেছে নিয়েছেন জীবনের যাপন হিসেবে। ছবি: ফেসবুক থেকে