স্মৃতিতে ফারুক

প্রকাশিত: ১১:৩৮ এএম, ২২ আগস্ট ২০২৫ আপডেট: ১১:৩৮ এএম, ২২ আগস্ট ২০২৫

অভিনয় দিয়ে কখনো কাঁদিয়েছেন, কখনো আবার ভাসিয়েছেন আনন্দে। দর্শকের হাসি-কান্নার সঙ্গী হয়ে পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। সিনেমার মিয়াভাই, রাজনীতির পরিচিত মুখ, মানুষের ভালোবাসার চিত্রনায়ক-তিনি আকবর হোসেন পাঠান ফারুক। আজও মনে হয়, যদি সময় একটু দয়া করত, যদি জীবন তাঁকে আরও কয়েক বছর সময় দিত, তবে হয়তো আজও পর্দায় কিংবা রাজনীতির মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি দেখা যেত। কিন্তু জীবন কখনো চাওয়া মতো চলে না। গত বছরের এই দিনে পৃথিবীকে বিদায় জানালেও স্মৃতিতে তিনি রয়ে গেছেন চিরসবুজ। ছবি: ফেসবুক থেকে