গল্পের নায়ক নন, বাস্তবতার প্রতিচ্ছবি মোশাররফ করিম
নায়ক বলতে আমরা বুঝি ঝকঝকে পোশাক, রোমান্টিক সংলাপ আর দুর্ধর্ষ মারপিটে ভরপুর এক চরিত্র, যিনি সব সমস্যার সমাধান করেন একাই। কিন্তু আমাদের আশপাশের জীবনে এমন মানুষ ক’জনই বা আছে? আর ঠিক সেখানেই মোশাররফ করিম হয়ে ওঠেন ব্যতিক্রম। তিনি গল্পের তথাকথিত নায়ক নন, তিনি জীবনের নিখুঁত প্রতিচ্ছবি। ছবি: ফেসবুক থেকে
-
বাংলাদেশের নাট্যজগতে এমন অনেক শিল্পী এসেছেন, অনেকে আলো ছড়িয়েছেন, অনেকেই মিলিয়ে গেছেন সময়ের সাথে। কিন্তু মোশাররফ করিম রয়ে গেছেন দর্শকের মনের গভীরে। তার অভিনয়ের সৌন্দর্য কোথায়? তা খুঁজতে গেলে খুব গাঢ় বিশ্লেষণ দরকার হয় না। বরং চোখে পড়ে, তিনি যত না অভিনয় করেন তার চেয়েও বেশি ‘বেঁচে থাকেন’ প্রতিটি চরিত্রে।
-
মোশাররফ করিমের অভিনয়ে সংলাপ মুখ্য নয়। তার চোখের চাহনি, কণ্ঠের ভঙ্গি, নীরবতার মুহূর্তগুলো-সবকিছু মিলে সৃষ্টি করে এক জীবন্ত চরিত্র।
-
একজন ব্যর্থ প্রেমিক, এক অভাবী স্বামী, এক গড়পড়তা চাকরিজীবী কিংবা ঠকবাজ প্রতারক-সব চরিত্রেই তিনি বাস্তবতার রঙে রাঙান নিজের মতো করে। তিনি হাসান নামের সেই যুবক, যে প্রেমিকাকে হারিয়ে নিঃস্ব হয়ে ওঠে। তিনি সেই মানুষ, যে পকেটে একশো টাকাও নেই কিন্তু তবুও পরিবারের জন্য বাজার করতে বের হন আত্মবিশ্বাস নিয়ে।
-
তাকে দেখে মনে হয় এই চরিত্র তো আমার চাচা হতে পারে, কিংবা পাশের বাসার হাস্যরসিক মামা। আমাদের জীবন, আমাদের সমস্যা, আমাদের দৈনন্দিন চাহিদা ও কষ্টই তো ফুটে ওঠে তার অভিনয়ে।
-
তিনি কখনও ‘জলিল সাহেব’, যে অফিসে ফাইল চাপায় জেরবার, আবার কখনও ‘মামুন ভাই’, যে প্রেমে পড়ে বিভ্রান্ত হয়ে যায়। এমনকি ‘ক্যারেকটার হইতে চাই’ নাটকে তিনি দেখিয়েছেন, কীভাবে একজন মানুষ শিল্পী হতে গিয়ে জীবনের নানা চাপে পিষ্ট হয়।
-
মোশাররফ করিম চলচ্চিত্রেও কাজ করেছেন, সফলও হয়েছেন। কিন্তু দর্শক তাকে যেন বেশি ভালোবাসে নাটকে, ছোটপর্দায়, যেখানে বাস্তবতা একটু বেশি জাঁকিয়ে বসে। বড় পর্দা যতটা ফ্যান্টাসিতে মোড়া, ছোটপর্দা ঠিক ততটাই বাস্তব। আর সেখানেই তিনি সবচেয়ে বেশি সাবলীল।
-
মোশাররফ করিমকে নিয়ে একটা ভুল ধারণা অনেকের তিনি কেবল হাসির চরিত্রেই দক্ষ। কিন্তু তা একেবারেই ভুল। তিনি কমেডির আড়ালে যেভাবে কষ্ট, গ্লানি, হতাশা আর নির্ভরতার ছবি আঁকেন তা অনন্য। সংলাপ হয়তো হাসির, কিন্তু তার দৃষ্টিতে থাকে গোপন হতাশার ছাপ। আর এখানেই তিনি আলাদা। কারণ হাস্যরস দিয়ে দুঃখ ঢেকে রাখা খুব সহজ কাজ নয়, আর তা তিনি করে দেখিয়েছেন।
-
মোশাররফ করিমের শৈশব কেটেছে বরিশালে, মঞ্চনাটকে হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে কাজ করে ধীরে ধীরে ছোটপর্দায় যাত্রা শুরু। নিজের প্রতিভা, নিষ্ঠা আর নিরলস পরিশ্রমে তিনি হয়ে উঠেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। কোনও গডফাদার নেই, বলয়ভিত্তিক রাজনীতি নেই-তবু তিনি আছেন, নির্দ্বিধায়, শক্ত ভরসায়।