পরীমনির যত প্রেম-বিয়ে
বাংলাদেশের বিনোদন জগতে পরীমনি কেবল একজন অভিনেত্রী নয়; তিনি হচ্ছেন আলোচনার কেন্দ্রবিন্দু। ক্যামেরার সামনে যেমন তার উপস্থিতি মুগ্ধ করে, তেমনি ব্যক্তিজীবনও সবসময় চমক সৃষ্টি করে। প্রেম, বিয়ে আর সম্পর্ক-পরীমনির জীবনকে ঘিরে এগুলো কখনো শান্ত, কখনো উত্তাল। আজ আমরা জানব তার প্রেম-বিয়ের জটিল গল্পগুলো, যা প্রাইভেট থেকে পাবলিক-সব মিলিয়ে আলোচনার খোরাক জুগিয়েছে দেশব্যাপী। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
সম্প্রতি একমাত্র ছেলের জন্মদিনে জমকালো আয়োজন করেন পরী। সেখানে সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নেচে তাক লাগান অভিনেত্রী। এরপরই শুরু হয় গুঞ্জন, অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন। তবে এসবের মাঝেই পরী দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান। সেখানে গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন-ঘোরাঘুরি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। যদিও এ বিষয়টিকে ‘প্র্যাংক’ বলে উড়িয়ে দিয়েছেন পরী।
-
সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে পরীর প্রেম-সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা সব সময় তুঙ্গে থাকে। এবারও হয়নি এর ব্যতিক্রম।
-
পরীমনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। নাটকে অভিনয় থেকে শুরু করে ঢালিউডে নায়িকা হয়ে ওঠা তার জীবনযাত্রা ছিল উত্থান-পতনে ভরা। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলোড়ন ছিল সমানতালে।
-
অভিনেত্রীর প্রথম বিয়ে হয় কৈশোর পেরোনোর পরপরই। তবে সেই সংসার টিকেছিল অল্প সময়। আলোচনায় খুব বেশি না এলেও, এটি তার জীবনের এক অপ্রকাশিত অধ্যায় হয়ে আছে।
-
২০১২ সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম এবং বিয়ের খবর শোনা যায়। তবে এ সম্পর্কও বেশিদিন টেকেনি। ব্যক্তিগত মতভেদের কারণে তাদের পথ আলাদা হয়ে যায়।
-
একসময় সাংবাদিক তামিম হোসেন সিদ্দিকীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। নানা সময়ে একসঙ্গে ঘোরাঘুরি আর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে। তবে এই সম্পর্কও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
-
পরীমনির মামলা (ঢাকা বোট ক্লাব) তদন্ত তদারকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সে সময় এডিসি) গোলাম সাকলায়েন। এই মামলার সূত্রেই সাকলায়েন ও পরীমনির মধ্যে পরিচয় ও যোগাযোগ হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে অনৈতিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
-
২০২১ সালের দিকে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির।
-
খুব অল্প সময়ের মধ্যেই তাদের প্রেম গড়ে ওঠে এবং ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন।
-
শিগগিরই এ দম্পতির জীবনে আসে সুখবর, তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।
-
তবে রাজ-পরীর সম্পর্কও বারবার ভাঙন আর জোড়ার খবরের মধ্যে আলোচিত হয়। কখনো সামাজিক মাধ্যমে ভালোবাসার প্রকাশ, আবার কখনো বিচ্ছেদের ইঙ্গিত, সবকিছু মিলিয়ে দর্শক-ভক্তদের আগ্রহের কেন্দ্রে ছিলেন এই জুটি। তবে শেষ রক্ষা হয়নি, ভেঙ্গে গেছে পরীর এ সর্ম্পকও।
-
বেশকিছু দিন ধরেই পরীমণি ও শেখ সাদীর মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে।