বিশেষ দিনে দেখুন সাইমন সাদিকের ৫টি ছবি
বাংলা চলচ্চিত্রের অভিনেতা সাইমন সাদিকের জন্মদিন আজ। ১৯৮৫ সালের এই দিনে কিশোরগঞ্জের কলাপাড়ায় তার জন্ম। বিশেষ এই দিনে তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি দেখে নেওয়া যাক। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
জ্বি হুজুর (২০১২): এই সিনেমা দিয়েই রঙিন দুনিয়ায় পা রাখেন সাইমন সাদিক।
-
পোড়ামন (২০১৩): সাইমনের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক এই সিনেমা। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন মাহি। প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শক মহলে ব্যাপক প্রশংসা পায়।
-
এর বেশি ভালবাসা যায় না (২০১৩): পোড়ামন সিনেমার পর জাকির হোসেন রাজুর পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবিতে ‘রবি’ চরিত্রে অভিনয় করেন তিনি। সাইমন ছাড়াও এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সোহেল খান, রিনা খানসহ আরও অনেকে।
-
ব্ল্যাক মানি (২০১৫): সাফি উদ্দিন সাফির পরিচালিত এই সিনেমায় ‘শ্রাবণ’ চরিত্রে অভিনয় করেন তিনি।
-
লাল শাড়ি (২০২৩): বন্ধন বিশ্বাসের পরিচালিত এই সিনেমায় ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের বিপরীতে ‘রাজু’ চরিত্রে অভিনয় করেন সাইমন। সিনেমাটি ব্যবসা করতে না পারলে বেশ আলোচনায় এসেছিল।