মধ্যবিত্তের হাসি-কান্নার মুখপাত্র রওনক
বাংলাদেশের নাট্যজগতে এম এম কামরুল হাসান রওনক এমন এক নাম, যিনি অভিনয়ের মাধ্যমে যেন আঁকেন মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি। তার চরিত্রগুলোতে থাকে হাসি-কান্নার টানাপোড়েন, থাকে সংসারের ছোট ছোট স্বপ্ন আর বাস্তবতার কঠিন বোঝা। কখনও তিনি হয়ে ওঠেন নিরুপায় স্বামী, কখনও বা ভরসাহীন তরুণ; আবার কখনও দর্শকের মুখে হাসি ফোটান সহজ-সরল সংলাপে। রওনকের অভিনয়ে যেমন পাওয়া যায় মধ্যবিত্তের হাহাকার, তেমনি পাওয়া যায় তাদের অদম্য জীবনীশক্তি। তিনি শুধু অভিনয় করেন না, বরং জীবনের গল্পকে জীবন্ত করে তোলেন। আজ এই গুণী শিল্পীর জন্মদিন ছবি: ফেসবুক থেকে
-
রওনকের জন্ম হয় এক সাংস্কৃতিক আবহে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল প্রবল। মঞ্চনাটকের আলো-অন্ধকার, সংলাপের আবেগ আর দর্শকের হাততালি তাকে শিখিয়েছে শিল্পের মর্ম। কৈশোরে যে আগ্রহ জন্মেছিল, তা ধীরে ধীরে তাকে গড়ে তুলেছে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে।
-
রওনকের শিল্পজীবন শুরু হয় মঞ্চ দিয়ে। নাট্যচর্চার মাধ্যমে তিনি গড়তে থাকেন অভিনয়ের ভিত।
-
দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ, সংলাপের গভীরতা আর চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতা তাকে দ্রুত আলাদা করে তোলে। পরবর্তীতে টেলিভিশন নাটকে এসে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়েছেন একের পর এক স্মরণীয় চরিত্র।
-
রওনক সবসময়ই চরিত্র বেছে নিয়েছেন ভিন্নভাবে। কখনও সামাজিক সংকটের গল্পে মধ্যবিত্তের মুখপাত্র হয়েছেন, কখনও বা হাস্যরসাত্মক চরিত্রে এনে দিয়েছেন সহজ বিনোদন। তার অভিনয়ে থাকে স্বাভাবিকতা, সংলাপে থাকে জীবনের গন্ধ। এ কারণেই দর্শক সহজেই তার অভিনয়ের সঙ্গে মিশে যেতে পারেন।
-
শুধু অভিনয় নয়, রওনক সফল হয়েছেন পরিচালক ও নাট্যকার হিসেবেও। তিনি জানেন দর্শক কীভাবে গল্পে মগ্ন হন, জানেন মঞ্চ বা পর্দায় কোন দৃশ্য কেমনভাবে ফুটিয়ে তুলতে হবে। তার লেখা নাটকগুলোতে থাকে বাস্তবতার ছোঁয়া, সমাজ ও মানুষের গভীর চিত্র। আর পরিচালনায় তিনি খুঁজে বেড়ান নতুন ভাষা ও ভঙ্গি, যা নাটককে করে তোলে প্রাণবন্ত।
-
রওনকের কাছে অভিনয় বা নাটক শুধু পেশা নয়, এটি তার দায়বদ্ধতা। তিনি মনে করেন, শিল্পের মাধ্যমে সমাজকে বদলানো যায়, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আনা যায়। তাই তার সৃষ্টিতে সবসময় ফুটে ওঠে সময়, সমাজ ও মানুষের কথা।
-
সহজ-সরল জীবনযাপনেই বিশ্বাসী রওনক। অভিনয়ের বাইরে তিনি পরিবার, বন্ধু আর সহশিল্পীদের সঙ্গেই সময় কাটান। তার জীবনে প্রাপ্তি মানে হলো দর্শকের ভালোবাসা ও সম্মান।
-
এম এম কামরুল হাসান রওনক একাধারে অভিনেতা, পরিচালক ও নাট্যকার হয়ে বাংলা নাটকের জগৎকে করেছেন সমৃদ্ধ। তিনি নতুন প্রজন্মকে শিখিয়েছেন অভিনয় শুধু সংলাপ উচ্চারণ নয়, বরং চরিত্রের গভীরে প্রবেশের এক শিল্প। আজ তার জন্মদিনে আমরা তাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। তার শিল্পযাত্রা আরও দীর্ঘ হোক, তার সৃষ্টির আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।