শুধু কণ্ঠে নয়, কলমেও অনন্য এলিটা করিম

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ০৯:৩৯ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের সংগীতাঙ্গনে এমন কিছু কণ্ঠ আছে, যেগুলো একবার শুনলেই চেনা যায়। সময় যতই পাল্টাক, সেই কণ্ঠের আবেদন ম্লান হয় না। এলিটা করিম তাদেরই একজন। আজ এই প্রতিভাবান শিল্পীর জন্মদিন। শুধু সংগীতে নয়-উপস্থাপনা, সাংবাদিকতা আর লেখালিখিতেও তিনি নিজের পরিচয় তৈরি করেছেন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব হিসেবে। ছবি: এলিকা করিমের ফেসবুক থেকে