মিষ্টি কণ্ঠে হৃদয় ছোঁয়া এক শিল্পীর জন্মদিন আজ
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যারা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম ইমরান মাহমুদুল। তার কণ্ঠের মায়াবী সুর, মেলোডির মিষ্টতা এবং গানের কথায় প্রাণ সঞ্চার করার অসাধারণ দক্ষতা তাকে অল্প সময়েই কোটি শ্রোতার প্রিয়তে পরিণত করেছে। ছবি: ইমরানের ফেসবুক থেকে
-
১৯৮৯ সালের এই দিনে জন্ম নেওয়া ইমরানের শৈশব থেকেই গানের প্রতি টান ছিল প্রবল। পরিবারে সঙ্গীত চর্চার পরিবেশ না থাকলেও নিজের আগ্রহ ও অদম্য চেষ্টা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসেন সঙ্গীতের জগতে।
-
২০০৮ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমেই সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন ইমরান। সেই প্রতিযোগিতায় তার প্রতিভা দর্শক-শ্রোতা এবং বিচারকদের নজর কাড়ে। এর পর থেকে ধীরে ধীরে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন আধুনিক বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী হিসেবে।
-
ইমরান মূলত মেলোডি ও রোমান্টিক ধারার গানে অনন্য। ‘বলছি তোমাকে’, ‘এমন একটা তুমি চাই’, ‘দূরে তুমি’, ‘ঘুম ঘুম চাঁদ’ কিংবা সাম্প্রতিক আরও বহু গান তরুণ-তরুণীদের আবেগের সঙ্গে মিশে গেছে।
-
শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, তিনি একজন সফল সুরকার ও সংগীত পরিচালকও। চলচ্চিত্রের গান থেকে শুরু করে একক অ্যালবাম-সব জায়গাতেই সমান দক্ষতার ছাপ রেখেছেন তিনি।
-
ইমরানের গান মানেই শ্রোতার হৃদয়ে কোমলতা, মায়া আর ভালোবাসার স্পর্শ। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রেম-অভিমান, আশা-হতাশার ভাষা হয়ে দাঁড়িয়েছে তার অসংখ্য গান। এ কারণেই তিনি শুধু গায়ক নন, অনেকের কাছে আবেগের নাম।
-
ইমরান এরই মধ্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে সম্মানিত হয়েছেন।
-
মিডিয়ার চাকচিক্য থেকে দূরে থেকেও ইমরান খুবই সরল জীবনযাপন করেন। গানের বাইরেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। ব্যক্তিত্বে বিনয় আর বন্ধুসুলভ আচরণের জন্যও তিনি সবার কাছে প্রিয়।