শুভ জন্মদিন অমিত হাসান
এক সময়ের ঢালিউডের জনপ্রিয় নায়ক অমিত হাসানের জন্মদিন আজ। ১৯৬৮ সালের এই দিনে টাঙ্গাইলের মির্জাপুর থানার বানিয়ারা গ্রামে জন্ম তার। তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে অমিত হাসান চলচ্চিত্রে আসেন। ১৯৯০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চেতনা’। ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। কেন্দ্রিয় চরিত্রে একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের ‘জ্যোতি’ সিনেমায়।
-
এরপর ‘প্রেমের সমাধি’, ‘শেষ ঠিকানা’, ‘জিদ্দী’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘তুমি শুধু তুমি’, ‘বাবা কেন চাকর’, ‘রঙিন উজান ভাটি’, ‘ভালবাসার ঘর’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি।
-
২০২১ সালে ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ভিলেন চরিত্রে অভিনয় করেন তিনি।
-
সময়ের সাথে তিনি নায়ক থেকে খলনায়কের শক্তিশালী অভিব্যক্তি হয়ে উঠেছেন, বিশেষ করে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে তার ‘তুফান’ চরিত্রে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার অর্জন করেন।
-
দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে প্রায় ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আজও সক্রিয় শিল্প জীবনে অনবদ্য ভূমিকা পালন করছেন।