নৃত্যের তাল থেকে জীবনের মঞ্চে মোনালিসা

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৫ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:১০ এএম, ২৯ অক্টোবর ২০২৫

কিছু মুখ সময়ের সঙ্গে বদলায় না, বরং সময়ই যেন থেমে যায় তাদের সামনে। টেলিভিশনের পর্দায় একসময়ে যে হাসিমুখে দর্শক মুগ্ধ হয়েছিল, আজও সেই হাসিতে এক অদ্ভুত মায়া কাজ করে। সেই মায়ার নাম মোজেজা আশরাফ মোনালিসা। বাংলাদেশের ছোট পর্দার সেই প্রিয় মুখ, যিনি একসময় প্রতিটি ঘরে ঘরে ছিলেন পরিচিত, ভালোবাসার নাম। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে