বিজয় সেতুপতির সেরা ৫ সিনেমা
দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতির জন্মদিন আজ। ১৯৭৮ সালের এই দিনে জন্ম তার। এই অভিনেতার পুরো নাম বিজয়া গুরুনাথ সেতুপতি কালিমুথু। দীর্ঘ ক্যারিয়ারে বেশকিছু সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। ছবি: ফেসবুক থেকে
-
নিথিলান স্বামীনাথন পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘মহারাজা’-তে প্রধান রিত্রে অভিনয় করেছেন সেতুপতি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সফলতা পায় এবং নেটফ্লিক্সে ২০২৪ সালের সর্বাধিক দেখা ভারতীয় সিনেমা হিসেবে রেকর্ড গড়ে।
-
রোমান্টিক ড্রামা ‘৯৬’ (২০১৮) সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করেছেন সেতুপতি। সিনেমাটিতে তার স্কুল জীবনের প্রেমের গল্প তুলে ধরা হয়। সিনেমাটি সমালোচকদের প্রশংসা পায় এবং বক্স অফিসেও সফল হয়।
-
থিয়াগরাজন কুমারারাজা পরিচালিত ‘সুপার ডিলাক্স’ (২০১৯) সিনেমায় ‘শিল্পা’ নামের ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন এই তারকা। এমনকি এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন বিজয় সেতুপতি।
-
ক্রাইম থ্রিলার সিনেমা ‘সুধু কবুম’ (২০১৩) এ প্রধান চরিত্রে অভিনয় করেন সেতুপতি। ব্যাংক ডাকাতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে সফল হয়।
-
‘পিজ্জা’ (২০১২) নামের হরর থ্রিলার ফিল্মে ‘মাইকেল’ চরিত্রে অভিনয় করেন সেতুপতি। পিজ্জা ডেলিভারি বয়ের রহস্যময় অভিজ্ঞতা নিয়ে নির্মিত সিনেমাটি সমালোচকদের বেশ প্রশংসা পায় এবং বক্স অফিসে সফল হয়।