‘মাসমহারাজা’র জন্মদিন আজ
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১২:৩৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজার জন্মদিন আজ। ১৯৬৮ সালের এই দিনে ভারতের অন্ধ্র প্রদেশের জগগামপেটাতে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
অভিনেতা রবি তেজা নামে পরিচিত হলেও তার পুরো নাম রবিশঙ্কর রাজু ভূপতিরাজু। তিনি ‘মাসমহারাজা’ নামেও বেশ পরিচিত।
-
১৯৯০ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘কার্থব্যম’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।
-
রবি তেজা তেলেগু সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন।
-
নন্দিত এই অভিনেতা তার দুর্দান্ত অভিনয়ের জন্য রাজ করেন অসংখ্য দর্শকের হৃদয়ে। শুধু তেলেগুতেই নয় তার ভক্ত ছড়িয়ে আছে বিশ্বের নানা প্রান্তে।