জেনে নিন ঊর্মিলার সম্পর্কে অজানা কিছু তথ্য
বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের জন্মদিন আজ। ১৯৭৪ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্ম তার। বিশেষ এই দিনে জেনে নেওয়া যাক তার সম্পর্কে অজানা কিছু তথ্য। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
মাত্র ৬ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক হয় উর্মিলার।
-
১৯৮৯ সালে মালায়লম ‘চাণক্য’ নামের সিনেমায় কমল হাসানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তার।
-
বলিউডে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ হয় ‘নরসিংহ’ ছবি দিয়ে।
-
পরিচালক রামগোপাল ভার্মার ‘রঙ্গিলা’ সিনেমাটি ঊর্মিলা মাতন্ডকরের কেরিয়ারে অন্যতম সেরা ছবি হিসেবে মনে করা হয়। ছবিটির জন্য তিনি সেরা অভিনেত্রীর একাধিক পুরস্কারও পান।
-
গুঞ্জন ছিল, পরিচালক রামগোপাল ভার্মার সঙ্গে সম্পর্কে ছিলেন ঊর্মিলা। তবে এই সম্পর্কের কথা তিনি কখনও স্বীকার করেননি।
-
ঊর্মিলা শুধু অভিনেত্রী নন, তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও।
-
বিচিত্র সব ছবিতে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ‘রঙ্গিলা’ ছাড়াও ‘ভূত’, ‘এক হাসিনা থি’, ‘বস এক পল’, ‘কৌন’, ‘ইন্ডিয়ান’সহ অনেক ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।
-
এক বছরে ৬টা ছবিতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
-
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি।