জন্মদিনে দেখুন পায়েলের নজরকাড়া সব ছবি
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিন আজ। ১৯৮৪ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন পায়েল।
-
এরপর বাংলা ‘উনিশ-কুড়ি’ ম্যাগাজিনের হাত ধরে মডেল হিসেবে যাত্রা শুরু হয় তার।
-
এরপর ২০০৪ সালেই অভিজিত গুহ এর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিকের সঙ্গে ‘শুধু তুমি’ সিনেমায় অভিনয় করেন পায়েল।
-
২০০৭ সালে রবি কিনাগী পরিচালিত ‘আই লাভ ইউ’ সিনেমায় জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন পায়েল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
-
‘ক্রস কানেকশন’, ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’, ‘জানি দেখা হবে’, ‘লে হালুয়া লে’, ‘গোলেমালে গোলেমালা পিরিত কোরো না’, ‘একটি আষাঢ়ে গল্প’, ‘বচ্চন’, ‘ঋণ’, ‘যমের রাজা দিল বর’, ‘জিও পাগলা’ সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
-
উপহার দিয়েছেন দারুণ সব ওয়েবসিরিজ। অভিনয় করেছেন টেলিভিশন ধারাবাহিকেও।