স্টাইলিশ লুকে নজরকাড়া প্রিয়াঙ্কা
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ৩৪ বছর বয়সী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুধু অভিনয়ই নয়, ফ্যাশন সেন্সের জন্যও বেশ পরিচিত এই নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সাইড স্লিট সিকুইন গাউন, ম্যাচিং হাই হিল আর কানের স্টেটমেন্ট দুলে গর্জিয়াস প্রিয়াঙ্কা।
-
সোনালিপাড়ের লাল শাড়ি আর সাবেকি সাজে বেশ স্নিগ্ধ লাগছে অভিনেত্রীকে।
-
কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সির সঙ্গে ডেনিম কোরসেট আউটফিটে নজরকাড়া প্রিয়াঙ্কা।
-
ওয়ান শোল্ডার ফুশিয়া স্যাটিন গাউনে লাস্যময়ী নায়িকা।
-
ক্রপড বাইকার জ্যাকেট, হাই ওয়েস্ট ডেনিম, ক্যাটস আই সানগ্লাস আর অ্যাঙ্কেল বুটে বেশ স্টাইলিশ লাগছে তাকে।
-
হলুদ-মেজেন্টা টাই-ডাই কাফতান, গোল্ডেন স্টেটমেন্ট দুল আর ছেড়ে রাখা সফট কার্ল চুলে অপরূপ প্রিয়াঙ্কা।
-
রাস্ট স্যাটিন স্পেগ্যাটি স্ট্রেপ ড্রেসের সঙ্গে ওয়েট হেয়ার লুকে আবেদনময়ী নায়িকা।
-
সোনালি পাড়ের সবুজ শাড়িতে মায়াবী অভিনেত্রী।