সোহমের জন্মদিন আজ
ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ সোহম চক্রবর্তীর জন্মদিন আজ। ১৯৮৪ সালের এই দিনে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
শিশুশিল্পী অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করেন এই নায়ক।
-
মাত্র তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন।
-
এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন।
-
উত্তম কুমার পুরস্কার, বিএফজেএ পুরস্কার ও স্টার জলসা এন্টারটেইনমেন্ট পুরস্কারসহ অসংখ্য পুরষ্কার অর্জন করেছেন জনপ্রিয় এই অভিনেতা।
-
শুধু অভিনয়ে নয়, রাজনীতিতেও সফল তিনি।
-
একদিকে রূপালি পর্দা, অন্যদিকে রাজনীতি দুটোই সমান দক্ষতায় সঙ্গে সামলাচ্ছেন গুণী এই শিল্পী।
-
অন্যদিকে স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসার এই নায়কের। ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা শেয়ার করেছিলেন নিজের প্রেমের গল্প।
-
অভিনেতা বলেছিলেন, ‘আমার কাছে প্রেম বলতে বোঝাপড়া, দুজনের দুজনের প্রতি সম্মান। তবে হ্যাঁ, নিজের একটা ব্যক্তিগত জায়গাও থাকবে।’
-
ছোটবেলার প্রেমের কোনো স্মৃতি নেই জানিয়ে সোহম বলেছিলেন, ‘ছোটবেলায় কাউকে ভালো লাগেনি। তারপর যাকে ভালো লাগল, তারসঙ্গেই প্রেম-বিয়ে। তনয়াকে যখন প্রেম প্রস্তাব দিয়েছিলাম ও তখন অনেক ছোট। দেখা করার আগে, ওর কথা শুনেই আমি প্রেমে পড়েছিলাম। যেদিন দেখা হল সেদিনই প্রপোজ করলাম। ও বলেছিল সামনে মাধ্যমিক। বলেছিলাম, পরীক্ষা দিয়ে দাও। তারপর উত্তরটা যেন হ্যাঁ হয়। সেটা হ্যাঁ হয়েছিল.. ব্যাস। এখন পুরনো কথা মনে পড়লে ভালো লাগে।’