শাহবাজ খানের জন্মদিন আজ
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১০ মার্চ ২০২৫
আপডেট: ০২:০৭ পিএম, ১০ মার্চ ২০২৫
ভারতীয় অভিনেতা শাহবাজ খানের জন্মদিন আজ। ১৯৬৬ সালের এই দিনে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম তার। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
-
শাহবাজ খান বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ আমীর খানের ছেলে।
-
অভিনেতা লেখাপড়া সম্পন্ন করেন কাম্পতিতে অবস্থিত সেন্ট জোসেফ কনভেন্ট এবং নাগপুরের হিজলপুর কলেজ থেকে।
-
শাহবাজ খান টেলিভিশন ধারাবাহিক ‘বেতাল পচিসি’, ‘চন্দ্রকান্ত’, ‘যুগ’, ‘দ্য গ্রেট মারাঠা’ ও ‘লুটারী দুলহান’ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
-
‘দি সোর্ড অব টিপু সুলতান’- এ হায়দার আলী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
-
‘দি সোর্ড অব টিপু সুলতান’- এ হায়দার আলী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
-
এছাড়া তিনি ২০১৮ সালের চায়না ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ডাইং টু সার্ভাইভ’ এ অভিনয় করেন।