নিমরাত কৌরের জন্মদিন আজ
প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৩ মার্চ ২০২৫
আপডেট: ০৯:৪৪ এএম, ১৩ মার্চ ২০২৫
বলিউড অভিনেত্রী নিমরাত কৌরের জন্মদিন আজ। ১৯৮২ সালের এই দিনে ভারতের রাজস্থানে জন্ম তার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
নিমরাত ক্যারিয়ার শুরু করেন প্রিন্ট মডেল হিসেবে এবং পরে থিয়েটারে অভিনয় শুরু করেন।
-
এরপর বলিউডে পা রেখেই বাজিমাত করেছেন এই নায়িকা। ২০১৩ সালে মনোজ্ঞ কাহিনীর সিনেমা লাঞ্চবক্সে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
-
শুধু অভিনয়ই নয়, তার হাসি আর সাধারণ লুক নজরকেড়েছে সবার।
-
এরপর ২০২২ সালে অভিষেক বচ্চনের দাসভি সিনেমায় দেখা যায় তাকে। সেই সিনেমা থেকেই অভিষেকের সঙ্গে তার সম্পর্ক শুরু হয় বলে গুঞ্জন রয়েছে।
-
সিনেমায় তার সাদামাটা লুক দেখা গেলেও এখন বিভিন্ন ফ্যাশন ইভেন্ট, ফটোশ্যুট ও বলিউড পার্টিতে চোখ ধাঁধানো গ্ল্যামারাস লুকে দেখা যায় তাকে।