শুভ জন্মদিন মিস্টার পারফেক্টশনিস্ট
বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট বলে খ্যাত আমির খান ৬০ বছরে পা দিচ্ছেন। ১৯৬৫ সালের ১৪ মার্চ এ সুপার স্টারের জন্ম। তার পুরো নাম মোহাম্মদ আমির হোসাইন খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৭৩ সালে ‘ইয়াদ ও কি বারাত’ নামের একটি সংগীত প্রধান চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয়ের পথচলা শুরু।
-
নায়ক হিসেবে আমির খানের আবির্ভাব ঘটে ১৯৮৮ সালে নির্মিত বিখ্যাত চলচ্চিত্র ‘কেয়ামতে থেকে কেয়ামত’ ছবিতে জুহি চাওলার বিপরীতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
-
তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। তারমধ্যে ‘মন’, ‘গোলাম’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘লগন’, ‘রঙ দে বাসন্তী’, ‘ফানা’, ‘থ্রি ইডিয়েটস’, ‘গজনী’, ‘পিকে’, ‘দঙ্গল’ উল্লেখযোগ্য।
-
২০০১ সালে আমির খান ছবির প্রযোজনাতেও নাম লেখান। তার প্রযোজিত প্রথম ছবিটি হচ্ছে ‘লগন’। ক্রিকেট ও ইতিহাস ভিত্তিক এই ছবিতে প্রতিবাদী ‘ভুবন’ চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।
-
জীবনের ছয়টি দশক পার করলেও তার চেহারায় এর ছাপ নেই। তাকে এখনো ‘চকলেট হিরো’র মতো দেখতে। আজও তিনি হাসলে অনেক নারীরা প্রেমে পড়ে যান।
-
এবারের জন্মদিনে এই হিরোর ভক্তদের জন্য রয়েছে বিশেষ চমক।
-
জানা গেছে, ১৪ মার্চ-২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত বিভিন্ন ধরনের সিনেমা প্রদর্শন করা হবে। অনুরাগীদের জন্য এ বিশেষ আয়োজনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুগর’।
-
৯ মার্চ এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা করেছেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা সিনেমা দেখতে পাবেন তার অনুরাগীরা।