বিশেষ দিনে জানুন প্রভু দেবা সম্পর্কে অজানা কিছু
প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৩ এপ্রিল ২০২৫
আপডেট: ০৭:৫৩ এএম, ০৩ এপ্রিল ২০২৫
জনপ্রিয় কোরিওগ্রাফার, অভিনেতা, পরিচালক প্রভু দেবার জন্মদিন আজ। ১৯৭৩ সালের এই দিনে মহীশূর রাজ্যে (বর্তমান কর্ণাটক রাজ্য) জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম
-
প্রভু দেবা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী। জানা যায় দুজন পেশাদার নৃত্যশিল্পীর কাছে ভারতনাট্যম শিখেছেন তিনি।
-
টিনএজ বয়স থেকে কোরিওগ্রাফি করা শুরু করেন প্রভু দেবা।
-
জটিল রোগে আক্রান্ত ছিলেন এই শিল্পী। এমনকি এখনো তার স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে।
-
বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে নিজের ডান্স অ্যাকাডেমি খোলেন প্রভু দেবা।
-
কোরিওগ্রাফির পাশাপাশি বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।
-
শোনা যায়, দক্ষিণি অভিনেত্রী নয়নতারার সঙ্গে ৩ বছর সম্পর্কে ছিলেন এই কোরিওগ্রাফার।
-
ভালোবেসে বিয়ে করেন রামলথকে। তবে ১৬ বছর একসাথে থাকার পর আলাদা হয়ে যান তারা।