শুভ জন্মদিন রাশমিকা
দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন আজ। ১৯৯৬ সালের এই দিনে কর্ণাটকের বিরাজপেটে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০১৪ সালে মডেলিং প্রতিযোগিতা দিয়ে শোবিজে রাশমিকার যাত্রা শুরু। ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিড়িক পার্টি’ দিয়ে তার বড় পর্দায় অভিষেক।
-
প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন দেন এই নায়িকা। ৪ কোটি রুপির সিনেমাটি ব্যবসা করে ৫০ কোটি! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাশমিকাকে।
-
সবশেষ আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’য় অভিনয় করে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন এই তারকা। এখন পর্যন্ত ১৪টি সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। যার মধ্যে বেশিরভাগই সুপারহিট ও আলোচিত।
-
তার জনপ্রিয়তা এতটাই যে, দক্ষিণ ভারতে তাকে ‘জাতীয় ক্রাশ’ বলা হয়! বিষয়টি নিয়ে মজা করে আল্লু অর্জুন রাশমিকাকে নাম দিয়েছেন ‘ক্রাশমিকা’!
-
বর্তমানে সিনেমা প্রতি রাশমিকা পারিশ্রমিক নেন ৩-৪ কোটি রুপি। ভারতের ৫ শহরে পাঁচটি বাড়ি আছে তার। মুম্বাই, গোয়া, বেঙ্গালুরু, কুর্গ ও হায়দ্রাবাদে নিজস্ব বাড়িতে কাজ কিংবা অবকাশ যাপনে যান তিনি।