পুষ্পারাজ আল্লু অর্জুনের জন্মদিন আজ
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের এই দিনে ভারতের তামিল নাড়ুতে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম
-
পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য দুটি ফিল্মফেয়ার সেরা তেলেগু অভিনেতা পুরস্কার এবং আরিয়া ও পারাগু এর জন্য দুটি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার পেয়েছেন।
-
এছাড়া তিনি গাস্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা অ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নেন।
-
বিজেতা, স্বাথি মুথিয়াম, ড্যাডি, গাঙ্গোত্রী, আরিয়া, বান্নি, হ্যাপি, দেশামুদ্র, শঙ্কর দাদা জিন্দাবাদ, পারুগু, আরিয়া ২, ভারুদু, ভেদাম, বাদ্রিনাথ, জুলায়ী, ইদ্দারাম্মায়িলাথো, ইয়েভাদু, রেইস গুররাম, আই এম দ্যাট চেঞ্জ, সন অফ সত্যমূর্তী, রুদ্রামাদেবী, সারাইনোড়ু, দুভভাডা জগন্নাধাম, না পেরু সূর্য, না ইল্লু ইন্ডিয়া, আলা বৈকুন্ঠপুরামলো, পুষ্পা: দ্য রাইজ, পুষ্পা ২: দ্য রুলসহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
-
২০১১ সালের ৬ মার্চ অর্জুন হায়দ্রাবাদে রাজনীতিবিদ এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্নেহা রেডিডকে বিয়ে করেন।
-
তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
-
আল্লু অর্জুন সেভেন আপ, কোলগেট, ওলেক্স, জয়ালুক্কাস, হিরো মোটোকাপ এবং হটস্টার এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন।
-
টাইমস অব ইন্ডিয়া আল্লু আর্জুনের নাচের প্রশংসা করে লেখে যে, সে শুধুমাত্র টলিউড নয়, ভারতেরও সেরা নাচিয়ে।
-
জনপ্রিয় মালয়ালম টেলিভিশন চ্যানেল এশিয়ানেট তাকে প্রবাসী রত্ন পুরস্কার প্রদান করে সম্মানিত করে। তার প্রজন্মের সেই একমাত্র তেলেগু অভিনেতা, যে প্রতিবেশী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে পুরস্কার লাভ করে। এই পুরস্কারের ফলে বানি টলিউডে নতুন রেকর্ড গড়ে।
-
২০১৬ সালে আল্লু অর্জুন সব থেকে বেশি গুগলে অনুসন্ধানকৃত টলিউড তারকা।
-
ফোর্বস ম্যাগাজিনের ভারতীয় সেলেব্রিটির তালিকায় ২০১৬ সালে আয়ের দিক থেকে ৪৩ তম এবং ৫৯ তম ফেমের দিক থেকে। তবে টলিউডের অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম।