হারিয়ে যাওয়া তারকা আয়েশা টাকিয়া
এক সময়ের ঝলমলে পর্দা এখন নিস্তব্ধ, আলো কমে এসেছে, তবুও কিছু মুখ আমাদের মনে গেঁথে থাকে চিরদিনের মতো। ঠিক তেমনই এক মুখ আয়েশা টাকিয়া। যিনি বলিউডের নরম, মিষ্টি আর স্নিগ্ধ সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছিলেন। আজ তার জন্মদিন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮৬ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম তার।
-
মাত্র ১৫ বছর বয়সে মডেলিং শুরু করেন মিষ্টি হাসির এই নায়িকা।
-
২০০৪ সালে ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ তার।
-
প্রথম সিনেমায় বাজিমাত করেন এই অভিনেত্রী। এমনকি এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
-
অল্প সময়ের ক্যারিয়ারে তিনি ‘ডোর’, ‘ওয়ান্টেড’, ‘সালাম-এ-ইশক’, ‘সোচা না থা’ সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
-
বিশেষ করে ‘ডোর’ সিনেমায় একজন রাজস্থানি নারী চরিত্রে তার অভিনয় এখনো দর্শকের স্মৃতিতে অমলিন।
-
২০০৯ সালে ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। বিয়ের পর থেকে আয়েশা আজমি নামে পরিচিত হন এই নায়িকা।
-
বিয়ের পর ধীরে ধীরে বলিউড থেকে সরে যান জনপ্রিয় এই নায়িকা।
-
পর্দায় না থাকলেও ভক্তদের হৃদয়ে রাজ করেন তিনি।