স্মৃতিতে অম্লান সতীশ কৌশিক
আজ সেই মানুষটির জন্মদিন যিনি শুধুই একজন অভিনেতা নয়; ছিলেন হাসির চেহারায় লুকিয়ে থাকা এক নিঃশব্দ শিল্পী। বলছি ভারতীয় অভিনেতা সতীশ কৌশিকের কথা। আজ তিনি নেই, তবে আছে তার রেখে যাওয়া হাজারো স্মৃতি। ছবি: সংগৃহীত
-
১৯৫৬ সালের এই দিনে ভারতের মহেন্দ্রগড়ে জন্ম তার। অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে নিয়ে আসে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে মুম্বাইয়ের রূপালি জগতে।
-
‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘ক্যালেন্ডার’ চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে।
-
অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন এক দক্ষ পরিচালক, নাট্যকার ও স্ক্রিপ্টরাইটার।
-
‘তেরে নাম’, ‘রোকে না রুকে নেনা’, ‘কাগজ’ প্রতিটি ছবিতেই তিনি নিজেকে ভেঙেছেন, গড়েছেন এবং নতুন করে উপস্থাপন করেছেন।
-
সিনেমার পর্দায় মজার চরিত্র হলেও, বাস্তব জীবনে সতীশ কৌশিক ছিলেন এক অসাধারণ হৃদয়ের মানুষ। সহশিল্পীদের পাশে থাকা, নতুনদের উৎসাহ দেওয়া কিংবা সমাজসেবামূলক কাজ; সবকিছুতেই তার নিঃশব্দ অবদান ছিল দৃঢ় ও মানবিক।
-
২০২৩ সালের ৯ মার্চ হঠাৎ করেই থেমে যায় তার জীবনযাত্রা। কিন্তু তার সৃষ্টি, তার অভিনয়, তার স্পর্শ রেখে যাওয়া অজস্র চরিত্র আজও আমাদের মনে বেঁচে আছে।