‘কি করে বলবো তোমায়’-এর নায়িকার জন্মদিনে ফিরে দেখা কিছু মুহূর্ত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তের জন্মদিন আজ। ১৯৯৪ সালের এই দিনে কলকাতায় জন্ম তার। অভিনেত্রীর বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের কিছু মুগ্ধতা ভরা মুহূর্ত। বিশেষ করে সেই ধারাবাহিক (‘কি করে বলবো তোমায়’), যেটি তাকে এনে দিয়েছিল ব্যপক জনপ্রিয়তা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
‘কি করে বলবো তোমায়’ নামের জি বাংলার এই রোমান্টিক ধারাবাহিকটিতে স্বস্তিকার অভিনীত ‘রাধা’ চরিত্রটি যেন একদম বাস্তব হয়ে উঠেছিল দর্শকের কাছে।
-
রাধার চাহনি, অভিমান, ভালোবাসা আর কঠিন সময়ের দৃঢ়তা-সবই যেন স্বস্তিকার মুখের রেখায় মিশে গিয়েছিল। তার এবং ক্রুশল আহুজার জুটিও বেশ জনপ্রিয় হয়ে ওঠে, সোশ্যাল মিডিয়ায় যেটি পায় ‘রোকুশাল’ ট্যাগলাইন।
-
এই চরিত্রে স্বস্তিকা ছিলেন আবেগী, সংবেদনশীল আর একই সঙ্গে আত্মবিশ্বাসী। এমন এক রাধা যে নিজের স্বপ্নকে ছাড় দেয় না, ভালোবাসায় থাকে আপসহীন।
-
দর্শক শুধু তার চোখের ভাষা দেখেই বুঝে যেতেন, কতটা গভীর অনুভব লুকিয়ে আছে সেই মুহূর্তে।
-
পর্দার বাইরে স্বস্তিকা দত্ত ঠিক ততটাই প্রাণবন্ত, যতটা তিনি ক্যামেরার সামনে।
-
তার ফ্যাশন সেন্স, ফটোশুটের সাহসী ও অভিজাত উপস্থাপন, ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট সব কিছুতেই রয়েছে নিজস্বতা।
-
‘ভজ গোবিন্দ’ ধারাবাহিক দিয়ে টেলিভিশন দর্শকদের নজরে আসেন স্বস্তিকা।
-
‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ত্রিনয়নী’ এবং সর্বোপরি ‘কি করে বলবো তোমায়’-এই সবকটি ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু ‘রাধা’ চরিত্রটিই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।