বিশেষ দিনে দেখুন মনোজ বাজপেয়ীর দুর্দান্ত সফর
ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ীর জন্মদিন আজ। ১৯৬৯ সালের এই দিনে বিহারের বেতিয়া শহরের নিকটবর্তী বেলওয়া গ্রামে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
শৈশব থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল তার। তাই তো ১৭ বছর বয়সে দিল্লিতে পাড়ি জমান এবং রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে ভর্তির আবেদন করেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি চারবার এই বিদ্যালয় থেকে প্রত্যাখ্যাত হন।
-
শৈশব থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল তার। তাই তো ১৭ বছর বয়সে দিল্লিতে পাড়ি জমান এবং রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে ভর্তির আবেদন করেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি চারবার এই বিদ্যালয় থেকে প্রত্যাখ্যাত হন।
-
কলেজে পড়ার সময় তিনি মঞ্চে অভিনয় চালিয়ে যান।
-
১৯৯৪ সালে ‘দ্রোহকাল’ চলচ্চিত্রে মাত্র এক মিনিটের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। এরপর তিনি শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’ (১৯৯৪) চলচ্চিত্রে ডাকাত চরিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন।
-
১৯৯৮ সালে রামগোপাল ভার্মার সত্য সিনেমায় ‘ভিকু মাহাত্রে’ চরিত্রে মনোজ বাজপেয়ী অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন।
-
মনোজ বাজপেয়ী বেছে নিয়েছেন সেই পথ, যেখানে বাণিজ্যিক চটক নেই, আছে গভীরতা। ‘শূল’, ‘পিঞ্জর’, ‘অলিগড়’, ‘গলি গুলিয়ান’, ‘তাণ্ডব’, ‘সোনচিড়িয়া’ কিংবা ‘ভোসলে’ সব জায়গায় তিনি চরিত্রের ছায়ায় ঢুকে পড়েছেন এমনভাবে যেন চরিত্রটিই তার নিজস্ব এক রূপ।
-
‘অলিগড়’ সিনেমায় একজন সমকামী অধ্যাপকের চরিত্রে তার সংযত, অথচ দারুণ আবেগময় অভিনয় আজও দর্শকের চোখ ভেজায়।
-
মনোজ বাজপেয়ীর ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পদ্মশ্রী সম্মাননা।