রোমান্স, অ্যাকশন বা আবেগ সবকিছুতেই সাবলীল বরুণ
বলিউডে এমন কিছু তারকা আছেন, যারা পর্দায় আসলেই মনে হয়-এই চরিত্রটা যেন শুধু তার জন্যই বানানো। বরুণ ধাওয়ান ঠিক তেমনি একজন। কখনো তিনি প্রাণখোলা রোমান্টিক হিরো, কখনো অ্যাকশনে গর্জে ওঠা সাহসী চরিত্র, আবার কখনো বা নিঃশব্দ আবেগে কাঁপিয়ে তোলা বাস্তব এক মানুষ। আজ তার জন্মদিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৭ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্ম তার।
-
২০১২ সালে নির্মাতা করন জোহরের চলচ্চিত্র ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ দিয়ে অভিষেক তার। প্রথম ছবিতেই বাজিমাত করেন বরুন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
-
‘হাম্পটি শর্মার দুলহানিয়া’ বা ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’-র মতো ছবিগুলোতে তার প্রেমিক চরিত্র ছিল একদিকে মজার, অন্যদিকে মন ছুঁয়ে যাওয়ার মতো আন্তরিক।
-
তার অভিনয়ে প্রেম শুধু গল্পের ছকে বাঁধা একটা অনুভূতি নয়, বরং জীবনের সহজ সরল রোমান্সের ছাপ।
-
হাসি, বুদ্ধিদীপ্ত সংলাপ বলা আর স্নিগ্ধ চোখে তাকিয়ে থাকা-সব মিলিয়ে অনায়াসেই বরুণের প্রেমে পড়া যায়।
-
বরুণের সবচেয়ে আলোচিত কাজগুলোর মধ্যে অন্যতম ছিল ‘অক্টোবর’ (২০১৮)। এই ছবিতে তিনি দেখিয়েছেন কীভাবে একজন অভিনেতা কথাবার্তা ছাড়াও শুধুমাত্র চোখের ভাষা, হাঁটার ছন্দ আর অনুভবের গভীরতা দিয়ে একটি চরিত্রকে বাস্তব করে তুলতে পারেন।
-
বরুণ শুধুমাত্র একজন হিরো নন, তিনি এমন এক শিল্পী, যিনি তার প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়েন। কখনো হাসিয়ে, কখনো কাঁদিয়ে, কখনো বা ভাবিয়ে তোলেন ভক্তদের।