দক্ষিণের রুপালি পর্দার রানী তৃষা কৃষ্ণন
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৪ মে ২০২৫
আপডেট: ১১:৪৫ এএম, ০৪ মে ২০২৫
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে চেন্নাইয়ে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মডেলিংয়ের মাধ্যমে রঙিন দুনিয়ায় পা রাখেন তৃষা।
-
১৯৯৯ সালে তিনি ‘মিস সেলেম’ এবং ‘মিস চেন্নাই’ খেতাব অর্জন করেন।
-
এরপর চলচ্চিত্র জগতে পা রাখেন তৃষা।
-
‘সামী’ (২০০৩), ‘ঘিলি’ (২০০৪), ‘ভারশাম’ (২০০৪), ‘নুভোস্তানান্তে নেনোডান্তানা’ (২০০৫), ‘ভিন্নাইথান্ডি ভারুভায়া’ (২০১০), ‘৯৬’ (২০১৮) এবং ‘পোন্নিয়িন সেলভান’ সিরিজের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
-
জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় দক্ষতার জন্য বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
-
তিনি তিনবার ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ডে সেরা তেলেগু অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
-
‘৯৬’ ছবির জন্য সেরা তামিল অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।