ভিলেন হয়েও সবার প্রিয় আদা খান
‘নাগিন’ সিরিজের শেশা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী আদা খানের জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
‘নাগিন’ সিরিজের শেশা চরিত্রে আদা খানের আগমন যেন ভারতীয় টেলিভিশনের ধারাবাহিক ভিলেন চরিত্রগুলোর সংজ্ঞা বদলে দেয়। এই চরিত্রে তিনি ছিলেন দৃঢ়, রহস্যময় এবং প্রাণবন্ত। নায়িকা না হয়েও দর্শকের চোখে তিনি হয়ে ওঠেন এক অন্যতম আকর্ষণ।
-
তার প্রতিটি সংলাপ, চোখের অভিব্যক্তি, আর বডি ল্যাঙ্গুয়েজ এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, অনেকে শেশাকেই মনে রেখেছে নায়িকার থেকেও বেশি।
-
এখানেই আদা খানের অভিনয়ের মাহাত্ম্য, তিনি ভিলেন হয়ে দর্শকের মন জয় করেছেন।
-
আদা খানের প্রতি দর্শকদের আকর্ষণ শুধুই তার অভিনয়ের জন্য নয় তার ব্যক্তিত্বও অনেক বড় একটা কারণ। সোশ্যাল মিডিয়াতে তার সরল উপস্থিতি, পরিবারপ্রেম, বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং বাস্তব জীবনে ইতিবাচক মনোভাব তাকে বানিয়েছে রিয়েল লাইফ ডার্লিং।
-
আদা খানের ফ্যাশন সেন্স, গ্ল্যামার, আর ক্যারিশমাও তাকে দিয়েছে আলাদা পরিচিতি।
-
শাড়ি থেকে ওয়েস্টার্ন আউটফিট সব পোশাকেই সাবলীল এই লাস্যময়ী নায়িকা।