গ্ল্যামার-গ্রেস আর গ্লোবাল চার্ম, সানি লিওনের দুর্দান্ত কিছু লুক
নিজস্ব স্টাইল ও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে রূপালি পর্দায় প্রতিষ্ঠিত করেছেন সানি লিওন। সাহসী থেকে স্নিগ্ধ, প্রতিটি লুকে তিনি তুলে এনেছেন এক অনন্য আত্মপ্রকাশ। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে দেখে নিন এই গ্ল্যামার ডিভার কিছু দুর্দান্ত লুক, যেখানে ধরা পড়েছে তার স্টাইল, আত্মবিশ্বাস আর আকর্ষণ। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সানির রেড কার্পেট লুকগুলো সবসময়ই স্টানিং।
-
ট্রেইলড গাউন, ক্লাসিক মেকআপ আর আত্মবিশ্বাসী হাসি, সব মিলিয়ে একেবারে পারফেক্ট প্রেজেন্টেশন।
-
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতি প্রমাণ করে, তিনি শুধু বলিউড ডিভাই নন, গ্লোবাল স্টাইল আইকনও বটে।
-
শাড়ি বা লেহেঙ্গায় সানির লুক যেন আধুনিক আর ঐতিহ্যের মিশেল। মিনিমাল জুয়েলারি, হালকা মেকআপ আর গ্রেসফুল ভঙ্গিমায় তার ফটোশুটগুলো প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনে। এখানেই ধরা পড়ে তার ‘গ্রেস’ এর পরিচয়।
-
সানি লিওনের ক্যারিয়ারে সাহসী ফ্যাশন চয়েস বরাবরই আলোচনায় থেকেছে।
-
বোল্ড কাটস, চকমকে পোশাক আর এক্সপেরিমেন্টাল লুক; সানি জানেন কীভাবে ফ্যাশনকে ব্যক্তিত্বের অস্ত্র বানাতে হয়।